শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
বাংলা দ্বিতীয় পত্র

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া। য়
  ২৯ জুলাই ২০২০, ০০:০০
তিনি কলম দিয়ে লিখছেন

বাক্য

১। বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা উচিত? আলোচনা কর।

উত্তর : সুবিন্যস্ত অর্থযুক্ত শব্দগুলোর দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেলে তাকে বাক্য বলে।

বাক্যের বৈশিষ্ট্য তিনটি। যথা :

১। আকাঙ্ক্ষা

২। আসত্তি

৩। যোগ্যতা

আকাঙ্ক্ষা : বাক্যের অর্থ বোঝার জন্য কোনো পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা জন্মে, তাকেই আকাঙ্ক্ষা বলে।

যেমন- রোজ সকালে শাহানা...' বললে আরো কিছু শোনার ইচ্ছা থাকে। কারণ বাক্যটিতে মনের ভাব সম্পূর্ণ হয়নি। যদি বলা হয়- রোজ সকালে শাহানা কোরআন পাঠ করে। তাহলে বাক্যটির আকাঙ্ক্ষা পূর্ণ হয়।

\হ

আসত্তি : বাক্যকে অর্থপূর্ণ করতে যে শব্দটির যেখানে থাকা উচিত সেখানে থাকাকেই আসত্তি বলে।

যেমন : কলম লিখছেন তিনি দিয়ে-বললে বাক্যটিতে আসত্তি পূর্ণ হয় না। যদি বলা হয়-তিনি কলম দিয়ে লিখছেন। তাহলে বাক্যটি সার্থক হয়ে ওঠে।

যোগ্যতা : বাক্যের মধ্যে ব্যবহৃত শব্দগুলোর অর্থসঙ্গতিকেই যোগ্যতা বলে।

যেমন : বরফ খুব গরম-বললে বাক্যটি বিশ্বাসযোগ্য নয়। যদি বলা হয়- বরফ খুব ঠান্ডা। তাহলে শ্রোতার আর কোনো প্রশ্ন থাকে না। বাক্যটি সার্থক হয়ে ওঠে।

এ ছাড়া কোনো বাক্যে গুরু-চন্ডালী দোষ, দুর্বোধ্যতা, উপমা-অলঙ্কারের ভুল প্রয়োগ, বাগধারার শব্দের পরিবর্তন, বাহুল্য দোষ ইত্যাদি থাকলে তা বর্জন করা বাঞ্ছনীয়।

২। বাক্য কাকে বলে? গঠনগত অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? আলোচনা করো।

উত্তর : সুবিন্যস্ত অর্থযুক্ত শব্দগুলোর দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেলে তাকে বাক্য বলে।

গঠনগত অনুসারে বাক্য তিন প্রকার।

যথা :

ক. সরল বাক্য

খ. জটিল বাক্য

গ. যৌগিক বাক্য

ক. সরল বাক্য : যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য ও একটি মাত্র বিধেয় থাকে, তাকে সরল বাক্য বলে।

যেমন : সায়মা হাসে। (এখানে সায়মা উদ্দেশ্য আর হাসে হচ্ছে বিধেয়)

খ. জটিল বাক্য: যে বাক্যে একটি প্রধান বাক্য এবং তার ওপর নির্ভরশীল এক বা একাধিক অপ্রধান বা খন্ডবাক্য থাকে, তাকে জটিল বাক্য বলে।

যেমন : যিনি পরের উপকার করেন, তাকে সবাই শ্রদ্ধা করে। এখানে 'যিনি পরের উপকার করেন' এটি খন্ড বাক্য আর 'তাকে সবাই শ্রদ্ধা করে' হচ্ছে প্রধান বাক্য।

গ. যৌগিক বাক্য : যখন পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তখন তাকে যৌগিক

বাক্য বলে।

যেমন : লাকী সুন্দরী কিন্তু বুদ্ধিমতী নয়।

৩। বাক্য কাকে বলে? অর্থগত দিক থেকে বাক্য কত প্রকার ও কী কী? আলোচনা করো।

উত্তর : সুবিন্যস্ত অর্থযুক্ত শব্দগুলোর দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেলে তাকে বাক্য বলে।

অর্থগত দিক থেকে বাক্য সাত প্রকার।

যথা :

১. বিবৃতিমূলক : এ ধরনের বাক্যে সাধারণত কোনো কিছুর বিবৃতি বা বর্ণনা নির্দেশিত হয়। যেমন : আমি বই পড়েছি, সে স্কুলে যায়নি।

২। প্রশ্নবোধক : এ শ্রেণির বাক্যে প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয়। যেমন : তোমার নাম কী? তুমি কি গান গাইতে পারো?

৩। আদেশসূচক : এ শ্রেণির বাক্যে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়। যেমন : স্কুলে যাও। মারামারি করো না।

৪। প্রার্থনাসূচক : এ শ্রেণির বাক্যে বক্তার কোনো কিছুর প্রার্থনা করা বোঝায়। যেমন : আলস্নাহ তোমার মঙ্গল করুক। তুমি বড় হও।

৫। অপেক্ষাসূচক : এ শ্রেণির বাক্যে একটি ঘটনার ওপর আরেকটি ঘটনার নির্ভরশীলতার সম্বন্ধ স্থাপিত হয়। যেমন : তুমি না এলে ভালো লাগে না।

৬। সন্দেহসূচক : এ শ্রেণির বাক্যে বক্তার মনের সংশয় বা সন্দেহ প্রকাশ পায়। যেমন : আজ বোধ হয় বৃষ্টি হবে।

৭। আবেগসূচক : এ শ্রেণির বাক্যে আনন্দ, শোক, আবেগ, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায়। যেমন : ছি! তুমি এটি করতে পারলে! হায়! আমার পোড়া কপাল!

অথবা বাক্যান্তর করা :

ক. সরল থেকে জটিল বাক্য করার নিয়ম :

সরল বাক্য থেকে জটিল বাক্য করতে হলে সরল বাক্যে কোনো অংশকে খন্ড বাক্যে রূপান্তর করতে হয় এবং উভয়ের সংযোগ বিধানে সম্বন্ধসূচক (যদি.. .তবে, যে.. . সে, যারা.. .তারা ইত্যাদি) পদ যোগ করতে হয়।

খ. জটিল বাক্যকে সরল বাক্য করার নিয়ম :

জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর করার সময় জটিল বাক্যে খন্ড বাক্যটি সংকোচিত করে বাক্য থেকে সম্বন্ধসূচক (যদি.. .তবে, যে.. . সে, যারা.. .তারা ইত্যাদি) পদ উঠিয়ে দিতে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<107365 and publish = 1 order by id desc limit 3' at line 1