শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা

বিজ্ঞান
মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়
  ০৬ আগস্ট ২০২০, ০০:০০
কর্ণকুহর

অধ্যায়-৬

৩৫। কর্ণকুহর কাকে বলে?

উত্তর : পিনা যে নালির সাথে সংযুক্ত সেই নালিকাটিকে কর্ণকুহর বলে।

৩৬। বহিঃকর্ণের শেষ অংশ কী?

উত্তর : কর্ণপটহ

৩৭। মধ্যকর্ণ কোথায় অবস্থিত?

উত্তর : বহিঃকর্ণ ও অন্তঃকর্ণের মাঝখানে

৩৮। মধ্যকর্ণে কয়টি ক্ষুদ্র হাড় বা অস্থি রয়েছে?

উত্তর : তিনটি

৩৯। মধ্যকর্ণে অবস্থিত অস্থিগুলোর নাম কী?

উত্তর : ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস

৪০। মধ্যকর্ণের অস্থিসমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ কোথায় পৌঁছায়?

উত্তর : অন্তঃকর্ণে

৪১। অন্তঃকর্ণ কোথায় অবস্থিত?

উত্তর : অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে

৪২। অন্তঃকর্ণ কয়টি প্রধান প্রকোষ্ঠে বিভক্ত?

উত্তর : দুটি

৪৩। অন্তঃকর্ণের প্রধান প্রকোষ্ঠ দুটির নাম লিখ।

উত্তর :ইউট্রিকুলাস ও স্যাকুলাস

৪৪। ইউট্রিকুলাস কয়টি অর্ধবৃত্তাকার নালি দিয়ে গঠিত?

উত্তর : ৩টি

৪৫। অন্তঃকর্ণের কোন প্রকোষ্ঠ দেখতে অনেকটা শামুকের মতো পঁ্যাচানো নালিকার মতো?

উত্তর : স্যাকুলাস

৪৬। অন্তঃকর্ণের কীসের ভেতরে সংবেদী কোষ থাকে?

উত্তর : ককলিয়ার ভেতরে

৪৭। আমাদের শ্রবণইন্দ্রিয় কী?

উত্তর : কান

৪৮। কানের সমস্যার কারণে আমরা কী হতে পারি?

উত্তর : বধির

৪৯। মুখ গহ্বরে কী অবস্থিত?

উত্তর : নাক

৫০। নাকের কয়টি অংশ আছে?

উত্তর : ২টি

৫১। নাকের অংশ দুটির নাম কী?

উত্তর : নাসারন্ধ্র ও নাসাপথ

৫২। নাসারন্ধ্র কাকে বলে?

উত্তর : নাকের যে ছিদ্র দিয়ে বাতাস দেহের ভেতরে ঢোকে তাকে নাসারন্ধ্র বলে।

৫৩। নাসাপথ কাকে বলে?

উত্তর :নাসারন্ধ্র থেকে গলার পেছন ভাগ বা গলবিল পর্যন্ত বিস্তৃত গহ্বরকে নাসাপথ বলে।

৫৪। নাসাপথের গহ্বরটি দেখতে কেমন?

উত্তর : ত্রিকোণাকার

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<107780 and publish = 1 order by id desc limit 3' at line 1