শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

জজর্ হ্যারিসন আয়োজিত কনসাটের্র নামÑ
সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর য়
  ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায়-২

৬। আমাদের স্বাধীনতা দিবস কত তারিখেÑ

(ক) ২৬ মাচর্

(খ) ১৬ ডিসেম্বর

(গ) ১৭ এপ্রিল

(ঘ) ২৫ মাচর্

সঠিক উত্তর : (ক) ২৬ মাচর্

৭। ১৯৭১ সালে অসহযোগ আন্দোলন আরও বেগবান হয়Ñ

(র ) নিয়মিত মিছিল মিটিং

(রর) ছাত্র সংগ্রাম পরিষদ গঠন

(ররর) বঙ্গবন্ধুর নেতৃত্ব

নিচের কোনটি সঠিক

ক) র (খ) র ও ররর

(গ) র ও রর (ঘ) রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) রর ও ররর

৮। জজর্ হ্যারিসন আয়োজিত কনসাটের্র নাম কী ছিল?

(ক) মাকির্ন কনসাটর্

(খ) বাংলাদেশ কনসাটর্

(গ) স্বাধীন বাংলা কনসাটর্

(ঘ) স্বাধীনতা কনসাটর্

সঠিক উত্তর : (খ) বাংলাদেশ কনসাটর্

৯। মুক্তিবাহিনীর প্রধান সেনাপ্রতি কে ছিলেন?

(ক) কনের্ল এমএজি ওসমানী

(খ) মেজর জিয়াউর রহমান

(গ) মেজর খালেদ মোশাররফ

(ঘ) গ্রæপ ক্যাপ্টেন এ কে খন্দকার

সঠিক উত্তর : (ক) কনের্ল এমএজি ওসমানী

১০। পাকিস্তান সরকারকে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করার জন্য আওয়ামী লীগের সাথে অংশ নিয়েছিল-

(র) ছাত্রসমাজ

(রর) শিক্ষক শ্রেণি

(ররর) পেশাজীবী ও শ্রমজীবী মানুষ

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) র ও রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

১১। ‘ক্র্যাক প্লাটুন’ হলো?

(ক) গেরিলা দল

(খ) বিশেষ বাহিনী

(গ) নৌ কমান্ডো

ঘ) বিমান কমান্ডো

সঠিক উত্তর : (ক) গেরিলা দল

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<11157 and publish = 1 order by id desc limit 3' at line 1