শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

২৫ মাচর্ রাতে নিরীহ মানুষকে হত্যা করা হয়
সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর
  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায়-২

১২। স্বাধীনতা যুদ্ধে ১১টি সেক্টর গুরুত্বপূণর্ ভূমিকা পালন করে। তার ৬ নম্বর সেক্টরটি ছিল-

(র) রংপুর জেলা

(রর) দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল

(ররর) দিনাজপুর জেলার ঠাকুরগঁাও মহকুমা

নিচের কোনটি সঠিক

(ক) র ও ররর

(খ) ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ক) র ও ররর

১৩। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় দেয়া হয়Ñ

(র) পাকিস্তানি প্রশাসনিক কমর্কতাের্দর

(রর) বিদেশি নাগরিকদের

(ররর) ঢাকাস্থ ক‚টনীতিকদের

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (গ) রর ও ররর

১৪। মুজিবনগর সরকারের কাযর্ক্রম প্রধানত কয়ভাগে বিভক্ত ছিল?

(ক) ২ ভাগে

(খ) ৩ ভাগে

(গ) ৪ ভাগে

(ঘ) ৫ ভাগে

সঠিক উত্তর : (ক) ২ ভাগে

১৫। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রর পূবর্ নাম -

(ক) ঢাকা সম্প্রচার কেন্দ্র

(খ) চট্টগ্রাম সম্প্রচার কেন্দ্র

(গ) আকাশবাণী সম্প্রচার কেন্দ্র

(ঘ) কালুরঘাট সম্প্রচার কেন্দ্র

সঠিক উত্তর : (ঘ) কালুরঘাট সম্প্রচার কেন্দ্র

১৬। ১৯৭১ সালে ২৫ মাচর্ রাতে কত হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়?

(ক) ৪ থেকে ৫ হাজার

(খ) ৫ থেকে ৬ হাজার

(গ) ৬ থেকে ৭ হাজার

(ঘ) ৭ থেকে ৮ হাজার

সঠিক উত্তর : (ঘ) ৭ থেকে ৮ হাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<11368 and publish = 1 order by id desc limit 3' at line 1