শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি সাধারণজ্ঞান

প্রিয় শিক্ষাথীর্, শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি।
মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী
  ১০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

১১৯। ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য’ এই মামলা থেকে ১৯৬৯ সালে নিম্নের কোন তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেন?

ক. ২২ এপ্রিল

খ. ২২ জানুয়ারি

গ. ২২ মাচর্

ঘ. ২২ ফেব্রæয়ারি

সঠিক উত্তর : ঘ. ২২ ফেব্রæয়ারি

১২০। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘কালের যাত্রা’ নাটকটি নিম্নের কাকে উৎসগর্ করেন?

ক. সুভাষ চন্দ্র বসু

খ. লোকেন্দ্রনাথ পালিত

গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. কাজী নজরুল ইসলাম

সঠিক উত্তর : গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১২১। ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কী?

ক. বিজয় কেতন

খ. স্বাধীনতা কেতন

গ. স্বাধীন সুন্দর

ঘ. বিজয় বাংলা

সঠিক উত্তর : ক. বিজয় কেতন

১২২। সবর্ প্রথম কোন বিদেশি মিশনে বাংলাদেশ পতাকা উত্তোলিত হয়?

ক. দিল্লি

খ. কলকাতা

গ. লন্ডন

ঘ. কাঠমান্ডু

সঠিক উত্তর : খ. কলকাতা

১২৩। স্বাধীনতা যুদ্ধের জন্য ‘বীর প্রতীক’ উপাধী পায় কতজন?

ক. ৪২৬

খ. ৭

গ. ৬৮

ঘ. ১৭৫

সঠিক উত্তর : ক. ৪২৬

১২৪। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

ক. পাহাড়পুর

খ. সোনারগঁাও

গ. ময়নামতি

ঘ. ঢাকা

সঠিক উত্তর : খ. সোনারগঁাও

১২৫। ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কযির্টর স্থপতি কে?

ক. শামীম শিকদার

খ. নিতুন কুÐু

গ. হামিদুজ্জামান ঘ. মৃণাল হক

সঠিক উত্তর : খ. নিতুন কুÐু

১২৬। ‘মোরা একটি ফুলকে বঁাচাবো বলে যুদ্ধ করি’Ñ গানটির শিল্পী কে?

ক. আপেল মাহমুদ

খ. সৈয়দ আবদুল হাদী

গ. আব্দুল জব্বার ঘ. রুনা লায়লা

সঠিক উত্তর : ক. আপেল মাহমুদ

১২৭। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

ক. ১৯টি

খ. ৮টি

গ. ৯টি

ঘ. ১১টি

সঠিক উত্তর : ঘ. ১১টি

১২৮। রবিঠাকুরের ‘আমার সোনার বাংলা’ কবিতার কতটুকু বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়েছে?

ক. শেষ ১০ চরণ খ. প্রথম ১০ চরণ

গ. দ্বিতীয় ১০ চরণ

ঘ. প্রথম ১২ চরণ

সঠিক উত্তর : খ. প্রথম ১০ চরণ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<11566 and publish = 1 order by id desc limit 3' at line 1