শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলা )

বাংলা নববষের্র প্রধান অনুষ্ঠানÑ
নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
  ১১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা গদ্য থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

তৈলচিত্রের ভ‚ত

২৯. ‘দিনরাত কেবল এই কথাই ভাবী।’ এখানে ‘দিনরাত’ যে অথের্ ব্যবহৃত হয়েছেÑ

ক. দিন ও রাত

খ. দিনের পর রাত

গ. রাতের পর দিন

ঘ. সব সময়।

সঠিক উত্তর : ঘ. সব সময়

বাংলা নববষর্

১। বতর্মানে বাংলাদেশের প্রধান জাতীয় উৎসব কোনটি?

ক. বিজয় দিবস

খ. স্বাধীনতা দিবস

গ. বাংলা নববষর্

ঘ. বসন্ত উৎসব

সঠিক উত্তর : গ. বাংলা নববষর্

২। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার গঠিত হলে শেরেবাংলা এ কে ফজলুল হক কী হন?

ক. স্বরাষ্ট্রমন্ত্রী

খ. মুখ্যমন্ত্রী

গ. শিক্ষামন্ত্রী

ঘ. আইনমন্ত্রী

সঠিক উত্তর : খ. মুখ্যমন্ত্রী

৩। শেরেবাংলা এ কে ফজলুল হক বাংলা নববষের্ক ছুটির দিন ঘোষণা করে কাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান?

ক. পাকিস্তানি সরকারকে

খ. পূবর্ বাংলার জনগণকে

গ. পশ্চিম বাংলার জনগণকে

ঘ. দেশবাসীকে

সঠিক উত্তর : ঘ. দেশবাসীকে

৪। বাংলা নববষের্র আরেকটি প্রধান অনুষ্ঠান নিচের কোনটি?

ক. পুণ্যাহ

খ. বৈশাখী মেলা

গ. হালখাতা

ঘ. বুদ্ধপূণির্মা মেলা

সঠিক উত্তর : খ. বৈশাখী মেলা

৫। মহামুনির বুদ্ধপূণির্মা মেলা হয় কোথায়?

ক. ঠাকুরগঁাওয়ে

খ. চট্টগ্রামে

গ. সিলেটে

ঘ. খাগড়াছড়িতে

সঠিক উত্তর : খ. চট্টগ্রামে

৬। ‘বৈসাবী’ শব্দের অথর্ কী?

ক. সাংহা

খ. বিজু

গ. বৈসু

ঘ. মেলা

সঠিক উত্তর : খ. বিজু

৭। ‘কীতর্ন’ শব্দের অথর্ কী?

ক. গুণ বণর্না

খ. পালাগান

গ. ভালো গুণ

ঘ. জারিগান

সঠিক উত্তর : ক. গুণ বণর্না

৮। বৈশাখী মেলা কেন তাৎপযর্পূণর্?

ক. এটি জমিদারদের অনুষ্ঠান

খ. এটি বণির্ল অনুষ্ঠান

গ. এটি ব্যবসায়ীদের অনুষ্ঠান

ঘ. এটি জাতি-বণর্-ধমর্ সবার অনুষ্ঠান

সঠিক উত্তর : ঘ. এটি জাতি-বণর্-ধমর্ সবার অনুষ্ঠান

৯। পুণ্যাহ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কোনটি?

ক. মিষ্টিমুখ করানো

খ. পান-সুপারি খাওয়ানো

গ. খাজনা আদায়

ঘ. উপহার প্রদান

সঠিক উত্তর : গ. খাজনা আদায়

১০। ‘পুণ্যাহ’ অনুষ্ঠানটি উঠে যাওয়ার কারণ কী?

ক. জমিদারি উঠে যাওয়ায়

খ. মানুষের হাতে পয়সা না থাকায়

গ. বাকিতে বিকিকিনি না হওয়ায়

ঘ. মানুষ ‘পুণ্যাহ’ বিমুখ হওয়ায়

সঠিক উত্তর : ক. জমিদারি উঠে যাওয়ায়

১১। নববষর্ উৎসব উদযাপন করার কারণÑ

র. আনন্দের জন্য

রর. শান্তি-সমৃদ্ধির জন্য

ররর. কল্যাণের প্রত্যাশায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

১২। ‘পুণ্যাহ’ অনুষ্ঠানের বিশেষতÑ

র. প্রজারা আমন্ত্রিত হতেন

রর. খাজনা আদায় হতো

ররর. মিষ্টিমুখ করানো হতো

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<11711 and publish = 1 order by id desc limit 3' at line 1