logo
বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০১৯, ১২ বৈশাখ ১৪২৬

  মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টানর্ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা   ১২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

৭ম শ্রেণির পড়ালেখা বাংলা দ্বিতীয়পত্র

তৎসম শব্দে মূধর্ন্য-ণ হয়Ñ

৭ম শ্রেণির পড়ালেখা   বাংলা দ্বিতীয়পত্র
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

বিরামচিহ্ন

২৫। উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে গেলে কোন চিহ্ন ব্যবহার করতে হয়?

ক. কমা

খ. কোলন ড্যাশ

গ. সেমিকোলন

ঘ. ড্যাশ

সঠিক উত্তর: খ. কোলন ড্যাশ

২৬। সমাথর্ ও বিপরীতাথর্ক শব্দের মধ্যে কোন চিহ্ন বসে?

ক. কোলন

খ. ড্যাশ

গ. কোলন ড্যাশ

ঘ. হাইফেন

সঠিক উত্তর: ঘ. হাইফেন

২৭। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন যতিচিহ্নের ব্যবহার করা হয়?

ক. ইলেক

খ. ড্যাশ

গ. কোলন

ঘ. হাইফেন

সঠিক উত্তর: ঘ. হাইফেন

বানান

১। বাগ্ধ্ধনিকে বণর্ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেওয়ার প্রক্রিয়াই হচ্ছেÑ

ক. ধ্বনি

খ. বণর্

গ. শব্দ

ঘ. বানান

সঠিক উত্তর: ঘ. বানান

২। কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূধর্ন্য-ণ হয়Ñ এর উদাহরণ কোনটি?

ক. বষর্ণ

খ. আকষর্ণ

গ. শোষণ

ঘ. পণ্য

সঠিক উত্তর: ঘ. পণ্য

৩। কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূধর্ন্য-ণ হয়Ñ এর উদাহরণ কোনটি?

ক. মুদ্রণ

খ. বিশ্রণ

গ. নগণ্য

ঘ. মসৃণ

সঠিক উত্তর: গ. নগণ্য

৪। কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূধর্ন্য-ণ হয়Ñ এর উদাহরণ কোনটি?

ক. লবণ

খ. পÐিত

গ. ভাষণ

ঘ. ভূষণ

সঠিক উত্তর: ক. লবণ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে