logo
বৃহস্পতিবার ২০ জুন, ২০১৯, ৬ আষাঢ় ১৪২৬

  নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর   ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলা

ভাষার ধ্বনি বদলে যায়Ñ

জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি  বাংলা
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা গদ্য থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

বাংলা ভাষার জন্মকথা

৫। সংস্কৃত ভাষা খ্রিস্টপূবর্ কত অব্দের আগেই লিপিবদ্ধ হয়েছিল?

ক. ৪০০ অব্দের

খ. ৫০০ অব্দের

গ. ৬০০ অব্দের

ঘ. ৭০০ অব্দের

সঠিক উত্তর: ক. ৪০০ অব্দের

৬। প্রাচীন ভারতীয় আযর্ ভাষার প্রথম স্তরটির নাম কী?

ক. সংস্কৃত

খ. বাংলা

গ. বৈদিক

ঘ. অপভ্রংশ

সঠিক উত্তর: গ. বৈদিক

৭। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তর কী হয়ে গেছে?

ক. বিকৃত

খ. উন্নত

গ. বিলীন

ঘ. পরিমাজির্ত

সঠিক উত্তর: ক. বিকৃত

৮। ভাষা বদলে যায় কেন?

ক. মাধুযের্র জন্য

খ. সৌন্দযের্র জন্য

গ. গতিশীলতার জন্য

ঘ. ছন্দময়তার জন্য

সঠিক উত্তর: গ. গতিশীলতার জন্য

৯। ‘শ্লোক’-এর বিশেষত্বÑ

র. সংস্কৃত ভাষায় রচিত

রর. অন্ত্যমিলযুক্ত দুই চরণ

ররর. চার লাইনে বিভক্ত কবিতাংশ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর

১০। যন্ত্রাকৃত ভাষার ক্ষেত্রে প্রযোজ্যÑ

র. কথ্য ভাষা

রর. সাধারণ মানুষের ভাষা

ররর. মধ্যভারতীয় আযর্ভাষা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর

১১। ভাষার ধ্বনি কীভাবে বদলে যায়?

ক. মানুষের হাতে হাতে

খ. মানুষের কানে কানে

গ. মানুষের চোখে চোখে

ঘ. মানুষের মুখে মুখে

সঠিক উত্তর: ঘ. মানুষের মুখে মুখে

১২। নিচের কোনটি চলিত ভাষারীতির শব্দ?

ক. হয়েছে

খ. হইয়াছে

গ. হইতেছে

ঘ. হইয়াছিল

সঠিক উত্তর: ক. হয়েছে

১৩। ‘শ্লোক’ বলতে কী বোঝায়?

ক. বাংলা ভাষায় রচিত কবিতা

খ. সংস্কৃত ভাষায় রচিত কবিতা

গ. আরবি ভাষায় রচিত কবিতা

ঘ. মৈথিলী ভাষায় রচিত কবিতা

সঠিক উত্তর: খ. সংস্কৃত ভাষায় রচিত কবিতা

১৪। ঋগ্বেদের মন্ত্রগুলো মুখস্থ করা হতো কেন?

ক. মনে রাখতে

খ. পবিত্র মন্ত্র বলে

গ. পূজা করতে

ঘ. কবিতা লিখতে

সঠিক উত্তর: খ. পবিত্র মন্ত্র বলে

১৫। ‘বিধিবদ্ধ’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. নিয়ম দ্বারা শাসিত

খ. অনিয়মের শাসন

গ. বিশৃঙ্খল অবস্থা

ঘ. অরাজক পরিস্থিতি

সঠিক উত্তর: ক. নিয়ম দ্বারা শাসিত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে