logo
শনিবার ২০ জুলাই, ২০১৯, ৫ শ্রাবণ ১৪২৬

  মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা   ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক বিজ্ঞান

শব্দ দূষণ কী?

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি  প্রাথমিক বিজ্ঞান
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।

যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর

অধ্যায় : ২

প্রশ্ন. পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব ৫টি বাক্যে বণর্না কর।

উত্তর : পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব ৫টি বাক্যে নিচে বণর্না করা হলোÑ

১. পরিবেশ দূণের ফলে বায়ু, পানি ও মাটি ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহার অনুপযোগী হয়।

২. শ্বাসকষ্ট, হঁাপানি, ডায়রিয়া, আমাশয়, কলেরাসহ নানা রোগের প্রাদুভার্ব ঘটে।

৩. অনেক উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তি ঘটে।

৪. মাটির উবর্রতা নষ্ট হয়ে যায়।

৫. পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়।

প্রশ্ন. শব্দ দূষণ কী? শব্দ দূষণের ৪টি কারণ লেখ।

উত্তর : হঠাৎ উচ্চ আওয়াজ, গোলমাল বা বিভিন্ন উচ্চমাত্রায় শব্দের কারণে মানুষের মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি হয়। শব্দের এ আধিক্যই শব্দ দূষণ নামে পরিচিত।

শব্দ দূষণের ৪টি কারণ নিচে দেয়া হলোÑ

১. উচ্চঃস্বরে মাইক বাজানো।

২. বিনা প্রয়োজনে গাড়ির হনর্ বাজানো।

৩. যানবাহন, প্লেন বা লঞ্চের শব্দ।

৪. শিল্পকারখানার শব্দ।

প্রশ্ন. পরিবেশ দূষণ কী? কিভাবে বায়ু দূষণ ঘটে তা ৩টি বাক্যে বণর্না কর।

উত্তর : আমাদের চারপাশের পরিবেশকে আমরা নানাভাবে ব্যবহার করি, যার ফলে পরিবেশে বিভিন্ন পরিবতর্ন ঘটে। এসব পরিবতর্ন যখন আমাদের জন্য ক্ষতির কারণ হয় তখন তাকে পরিবেশ দূষণ বলে। নিম্নলিখিত উপায়ে বায়ু দূষণ ঘটে থাকেÑ

১. অপরিকল্পিতভাবে ঘরবাড়ি নিমার্ণ, শিল্পকারখানা স্থাপন, যানবাহন চালানো, ইটের ভাটায় ইট পোড়ানো ইত্যাদি কারণে বায়ু দূষিত হয়।

২. ঘনবসতি এলাকায় আবজর্না ও মলমূত্র নিষ্কাশনের তেমন কোনো ব্যবস্থাপনা না থাকায় যত্রতত্র ময়লা-আবজর্না ছড়িয়ে ছিটিয়ে থেকে দুগর্ন্ধ সৃষ্টি হয়ে বায়ুতে মিশে বায়ু দূষণ ঘটায়।

৩. জমিতে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ছিটানোর সময় রাসায়নিক উপাদান বায়ুর সঙ্গে মিশে বায়ু দূষিত করে।

অধ্যায়: ৩

প্রশ্ন. তোমাদের বাড়ির পুকুরের পানি দূষিত হলে পরিবারের ওপর কী প্রভাব পড়বে? ৫টি বাক্যে লেখ।

উত্তর : আমাদের বাড়ির পুকুরের পানি দূষিত হলে আমাদের পরিবারের ওপর নিচের প্রভাবগুলো পড়বেÑ

১. পরিবারের সদস্যদের কলেরা, আমাশয়, ডায়রিয়াসহ বিভিন্ন পেটের পীড়া দেখা দিতে পারে।

২. চমের্রাগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে।

৩. গোসল করতে সমস্যা হবে।

৪. থালা-বাসন ধুতে সমস্যা হবে।

৫. কাপড় কাচতে বা ধুতে সমস্যা হবে।

প্রশ্ন. মনে কর তোমার গ্রামের কিছু পুকুরের পানি দূষিত হয়ে গেছে। গ্রামের অবশিষ্ট পুকুরগুলো দূষণের কবল থেকে রক্ষা করতে তুমি কী করবে?

অথবা, পানি দূষণ রোধে তোমার প্রতিবেশীদের জন্য পঁাচটি পরামশর্ উল্লেখ কর।

উত্তর : গ্রামের অবশিষ্ট পুকুরগুলোকে দূষণের কবল থেকে রক্ষা করতে আমি নিচের পদক্ষেপগুলো গ্রহণ করবÑ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে