logo
সোমবার ১৭ জুন, ২০১৯, ৩ আষাঢ় ১৪২৬

  শিক্ষা জগৎ ডেস্ক য়   ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

নোবিপ্রবির অধ্যাপক পেলেন ইউজিসি স্বণর্পদক

নোবিপ্রবির অধ্যাপক পেলেন ইউজিসি স্বণর্পদক
বিশ্ববিদ্যালয় মঞ্জুুরি কমিশন (ইউজিসি) স্বণর্পদক ২০১৭ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফামেির্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম। উচ্চ শিক্ষা ক্ষেত্রে মৌলিক গবেষণা ও প্রকাশনায় অবদানের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তাকে এই সম্মাননা প্রদান করেন। ১১ সেপ্টেম্বর ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগঁাও হোটেলে অনুষ্ঠিত স্বণর্পদক প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুুরি কমিশন স্বণর্পদক-২০১৭ ও ত্রিশ হাজার টাকা সম্মানী গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সম্মানিত অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। অনুষ্ঠানে বাংলাদেশের সকল পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষককে (২০১৬ সালে ১৮ জন ও ২০১৭ সালে ১৭ জন) এই সম্মাননা প্রদান করা হয়। ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমার ভালো গবেষণা করার দায়িত্ব বেড়ে গেল। নোবিপ্রবির উপাচাযর্ অধ্যাপক ড. এম অহিদুজ্জামানকে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করার জন্য তিনি ধন্যবাদ জানান। পদকের সাথে পাওয়া টাকা ও আরও টাকা যুক্ত করে তার মা-বাবার নামে একটি ট্রাস্ট গঠন করার আশা ব্যক্ত করেন। নোবিপ্রবির সকল শিক্ষক, ছাত্রছাত্রী, কমর্কতার্, কমর্চারী ও সবাইকে তিনি ধন্যবাদ জানান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে