বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জবিতে ক্যারিয়ারবিষয়ক সেমিনার কাল

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাব দ্বিতীয় বারের মতো আয়োজন করতে যাচ্ছে টঢ়ষরভঃ ণড়ঁৎ ঈধৎববৎ শীষর্ক সেমিনার। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে কাল সকাল ১০টায় এ সেমিনার শুরু হবে। দুপুর ২টা পযর্ন্ত এ সেমিনার চলবে। শিক্ষাথীর্রা ছাত্রজীবন থেকেই কীভাবে চাকরির জন্য নিজেকে প্রস্তুত করবে এবং করপোরেট লাইফে সফলতার বিভিন্ন সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই সেমিনারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ ড. মিজানুর রহমান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া পুলিশের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম ঐড়ি ঃড় ংবঃ ধ ঈধৎববৎ এড়ধষ বিষয়ে আলোচনা করবেন। দ্বিতীয় বক্তা হিসেবে থাকবেন তরুণ প্রজন্মের কাছে সবাির্ধক জনপ্রিয় করপোরেট ট্রেইনার ডন সামদানি আলোচনা করবেন ঝশরষষং ড়ভ ২১ংঃ ঈবহঃঁৎু বিষয়ের ওপর। এরপর আলোচক হিসেবে থাকবেন সময়ের আলোচিত এইচআর ব্যক্তিত্ব ডরিন পাওয়ার এর হেড এব এইচ আর এস এম আহবাবুর রহমান। তিনি গড়ফবৎহ উধু ঈঠ ডৎরঃরহম-এর ওপর বিস্তারিত আলোচনা করবেন। সবশেষে ঐড়ি ঃড় এরাব ধহ ঊভভবপঃরাব ওহঃবৎারবি বিষয় নিয়ে আলোচনা করবেন পাঠাও-এর এইচ আর ম্যানেজার শাহরিয়ার রহমান। আয়োজক কমিটির তথ্যমতে সেমিনারে পাটর্নার হিসেবে থাকছে ঐজ গধৎঃ ইউ, ১০ গরহঁঃব ঝপযড়ড়ষ, চবড়ঢ়ষবং জধফরড়, ঈধঃরঃধষ ঋগ এবং ঊীপবষষবহপব ইধহমষধফবংয

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<12616 and publish = 1 order by id desc limit 3' at line 1