বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নবম ও দশম শ্রেণির পড়াশোনা

শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া। য়
  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায় -৪

৮। কোন ব্যবসায়ে মালিক ও ব্যবসায় অভিন্ন?

(ক) যৌথ মূলধনী

(খ) অংশীদারি

(গ) এক মালিকানা

(ঘ) সমবায়

সঠিক উত্তর: (গ) এক মালিকানা

৯। অংশীদারি ব্যবসায় নিবন্ধনে আবেদন পত্রকে পরীক্ষা নিরীক্ষা করেন কে?

(ক) সরকার

(খ) পৌর সভার মেয়র

(গ) স্থানীয় চেয়ারম্যান

(ঘ) নিবন্ধক

সঠিক উত্তর: (ঘ) নিবন্ধক

১০। অংশীদারদের মধ্যে সম্পাদিত চুক্তি অংশীদারি ব্যবসায়ে কী হিসাবে কাজ করে?

(ক) ব্যবসায়ের মূলধন

(খ) ব্যবসায়ের ভিত্তি

(গ) ব্যবসায়ের যোগ্যতা

(ঘ) ব্যবসায়ের একতা

সঠিক উত্তর : (খ) ব্যবসায়ের ভিত্তি

১১। সাধারণ অংশীদার লাভ-ক্ষতির অংশ পায় কীভাবে?

(ক) চুক্তি অনুযায়ী

(খ) পারিশ্রমিক অনুযায়ী

(গ) বিনিয়োগ অনুযায়ী

(ঘ) সক্রিয় অংশ অনুযায়ী

সঠিক উত্তর: (ক) চুক্তি অনুযায়ী

১২। কোম্পানির মূল দলিল বলা হয় কাকে?

(ক) পরিমেল নিয়মাবলিকে

(খ) স্মারকলিপিকে

(গ) নিবন্ধনপত্রকে

(ঘ) আবেদনপত্র

সঠিক উত্তর: (খ) স্মারকলিপিকে

১৩। সমবায় সমিতির সদস্য কতটি ভোট দিতে পারে?

(ক) ১টি

(খ) ২টি

(গ) ৩টি

(ঘ) ৪টি

সঠিক উত্তর: (ক) ১টি

১৪। কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ কোন ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক?

(ক) একমালিকানা

(খ) অংশীদারি

(গ) পাইকারী

(ঘ) যৌথমূলধনী

সঠিক উত্তর: (ঘ) যৌথমূলধনী

১৫। সমবায় সমিতি কীসের মাধ্যমে গঠিত হয়?

(ক) আইনের মাধ্যমে

(খ) চুক্তির মাধ্যমে

(গ) ইচ্ছামত

(ঘ) প্রশাসনের মাধ্যমে

সঠিক উত্তর: (ক) আইনের মাধ্যমে

১৬। মিশ্র সমবায় সমিতিতে কমপক্ষে কতজন প্রাথমিক সমিতির সদস্য থাকতে হয়?

(ক) ১০

(খ) ১২

(গ) ১৩

(ঘ) ১৫

সঠিক উত্তর: (খ) ১২

১৭। অংশীদারি ব্যবসায় মূল ভিত্তি কী?

(ক) অথর্

(খ) চুক্তি

(গ) মুনাফা

(ঘ) আইন

সঠিক উত্তর: (খ) চুক্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<12622 and publish = 1 order by id desc limit 3' at line 1