শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাবিপ্রবিতে দুদিনব্যাপী কমর্শালা

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রোবোটিকসবিষয়ক অন্যতম সংগঠন ‘রোবোসাস্ট’-এর আয়োজনে ১৪ ও ১৫ সেপ্টেম্বর দুদিনব্যাপী ‘অ্যাডভান্সড লাইন ফলোয়িং রোবট’ নামে একটি কমর্শালা হয়। বিশ্ববিদ্যালয়ের ড. এম ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের গ্যালারি রুম(২)-তে এই কমর্শালা অনুষ্ঠিত হয়। শাবির ড. এম ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের গ্যালারি রুম(২)-তে ‘রোবোসাস্ট’ কতৃর্ক আয়োজিত দুদিনব্যাপী ‘অ্যাডভান্সড লাইন ফলোয়িং রোবট’ প্রশিক্ষণ কমর্শালায় মোট ২০ জন শিক্ষাথীর্ অংশগ্রহণ করে। এখানে রোবোটিকসে আগ্রহী শিক্ষাথীের্দর পিআইডি কন্ট্রোল, অবস্টেকল অ্যাভয়ডিং এবং মেইজ সল্ভিং-এর ওপর প্রশিক্ষণ দেয়া হয়। দুদিনব্যাপী রোবোটিকসবিষয়ক এই কমর্শালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ‘রোবোসাস্ট’ সংগঠনের সাবেক নিবার্হী সদস্য মেহেদী হাসান রূপক এবং মোহাম্মদ সাইফুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<13150 and publish = 1 order by id desc limit 3' at line 1