logo
মঙ্গলবার ২৫ জুন, ২০১৯, ১১ আষাঢ় ১৪২৬

  সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়   ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

বায়ু দূষণরোধে শিল্পকারখানার ধেঁায়া পরিশোধন করা উচিতÑ

প্রাথমিক বিজ্ঞান
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।

প্রশ্ন. বায়ু দূষণরোধের উপায় লেখ।

উত্তর : নিচের পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে বায়ু দূষণ রোধ করা যেতে পারেÑ

১. কালো ধেঁায়া উৎপাদন করে এমন যানবাহন ব্যবহার বন্ধ করা।

২. ইটের ভাটা লোকালয় থেকে দূরে স্থাপন করা।

৩. কম জ্বালানি ব্যবহার হয় এমন উন্নত প্রযুক্তি উদ্ভাবন করা।

৪. শিল্পকারখানায় ধেঁায়া পরিশোধনের ব্যবস্থা করা।

৫. ধূমপান না করা, বিশেষ করে অন্য মানুষের কাছে বা বদ্ধ স্থানে ধূমপান না করা।

৬. উন্নত চুলা ব্যবহার এবং রান্নাঘরে বায়ু চলাচলের ভালো ব্যবস্থা তৈরি করা।

৭. বনভ‚মি সংরক্ষণ করা।

প্রশ্ন. ধূমপান ক্ষতিকর কেন?

উত্তর : ধূমপান যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমন পরিবেশের জন্যও। যে ব্যক্তি ধূমপান করে তার নানা অসুখ হয়। যেমন- হঁাপানি, ব্রঙ্কাইটিস, ফুসফুসের ক্যান্সার। এসব রোগে ধূমপায়ীর মৃত্যু পযর্ন্ত হতে পারে। শুধু তাই নয়, ধূমপায়ীর সামনে যে থাকে সেও একই ধরনের রোগে ভুগতে পারে। বিড়ি, সিগারেটের ধেঁায়ায় বায়ু দূষণকারী নানা উপাদান থাকে, যা বায়ু ধূষণ ঘটায়। এ দূষিত বায়ু পরিবেশের ভারসাম্য নষ্ট করে। দূষিত বায়ুর মাধ্যমে নানা রোগ ছড়ায়। এসব কারণেই ধূমপান ক্ষতিকর।

প্রশ্ন. অক্সিজেন কী কী কাজে ব্যবহার করা হয় সে সম্পকের্ ৫টি বাক্য লেখ।

উত্তর : অক্সিজেন নিম্নলিখিত কাজে ব্যবহার করা হয়Ñ

১. মানুষ ও জীবজন্তু শ্বাসকাযের্র জন্য অক্সিজেন ব্যবহার করে।

২. হাসপাতালে মুমূষুর্ রোগীর শ্বাসকাযের্র জন্য অক্সিজেন ব্যবহৃত হয়।

৩. উঁচু পবের্তর আরোহীরা অক্সিজেন ব্যবহার করে।

৪. ডুবুরিদের সাগরের পানির নিচে অক্সিজেনের প্রয়োজন হয়।

৫. আগুন জ্বালাতে অক্সিজেন ব্যবহৃত হয়।

প্রশ্ন. নাইট্রোজেন ও কাবর্ন ডাইঅক্সাইডের ব্যবহার সম্পকের্ আলাদা ৩টি বাক্য লেখ।

উত্তর : নাইট্রোজেনের ব্যবহারÑ

১. ইউরিয়া সার প্রস্তুতিতে ব্যবহার করা হয়।

২. মাছ, মাংস, ফল, চিপস ইত্যাদি টিন বা প্যাকেটে সংরক্ষণ করতে ব্যবহার করা হয়।

কাবর্ন ডাইঅক্সাইডের ব্যবহারÑ

১. কোমল পানীয়তে ব্যবহার করা হয়।

২. অগ্নি নিবার্পকযন্ত্রে ব্যবহার করা হয়।

৩. ড্রাই আধান তৈরিতে ব্যবহার করা হয়।

প্রশ্ন. বায়ু দূষণ কী? বায়ু দূষণের ফলাফল সম্পকের্ ৪টি বাক্য লেখ।

উত্তর : বায়ুর স্বাভাবিক উপাদানের পরিবতর্ন হলে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দঁাড়ায়। বায়ুর স্বাভাবিক উপাদান পরিবতর্ন হওয়াকে বায়ু দূষণ বলে।

বায়ু দূষণের ফলাফল নিচে দেয়া হলোÑ

১. বায়ুতে বিষাক্ত কাবর্ন মনোক্সাইডের পরিমাণ বেড়ে যাবে।

২. পরিবেশের ভারসাম্য নষ্ট হবে।

৩. শ্বাসকষ্টজনিত রোগ দেখা দেবে।

৪. এসিড বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে।

অধ্যায়: ৫

প্রশ্ন. শক্তি কী? শক্তির রূপান্তরের উদাহরণ ৪টি বাক্যে ব্যাখ্যা কর।

উত্তর : শক্তি হচ্ছে পরিবতের্নর সংঘটক বা এজেন্ট, যা সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এটি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। নিচে উদাহরণসহ শক্তির রূপান্তরের ব্যাখ্যা দেয়া হলোÑ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে