শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি গণিত

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
  ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

দ্বিতীয় অধ্যায়

৪। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক নিণের্য়র সূত্রটি লিখ।

উত্তর : ভাজক = (ভাজ্য - ভাগশেষ) গু ভাগফল

৫। নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফল নিণের্য়র সূত্রটি লিখ।

উত্তর : ভাগফল = (ভাজ্য - ভাগশেষ) গু ভাজক

৬। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নিণের্য়র সূত্রটি লিখ।

উত্তর : ভাজক = ভাজ্য গু ভাগফল

৭। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল নিণের্য়র সূত্রটি লিখ।

উত্তর : ভাগফল = ভাজ্য গু ভাজক

৮। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নিণের্য়র সূত্রটি লিখ।

উত্তর : ভাজ্য = ভাজক ´ ভাগফল

৯। ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?

উত্তর : ভাগফল

১০। ভাগশেষ কত হলে নিঃশেষে বিভাজ্য হয়?

উত্তর : ০ (শূন্য) হলে

১১। ২০০ গু ২০ = ১০, এখানে ভাজক কোনটি?

উত্তর : ২০

১২। ৩৬০০ গু ৬০ = ৬০, এখানে ভাজ্য কত?

উত্তর : ৩৬০০

১৩। কোনো ভাগ অঙ্কে ভাজক ৫, ভাগফল ৯, ভাগশেষ ৪ হলে, ভাজ্য কত?

উত্তর : ৪৯

১৪। পঁাচ অঙ্কেও ক্ষুদ্রতম সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?

উত্তর : ২০০০

১৫। ৯০৯০ কে ১০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

উত্তর : ৯০৯

১৬। ৮৩০৯০ কে কত দিয়ে ভাগ করলে ভাগশেষ ৯০ হবে?

উত্তর : ২০

১৭। একটি সংখ্যার তিনগুণ ৩০ হলে, সংখ্যাটি কত?

উত্তর : ১০

১৮। কোনো সংখ্যাকে ঐ একই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

উত্তর : ১

১৯। ভাজক ভাগশেষের দ্বিগুণ , ভাগশেষ ৮ হলে ভাজক = কত?

উত্তর : ১৬

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<13304 and publish = 1 order by id desc limit 3' at line 1