মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাবিতে ভতির্ পরীক্ষা শুরু ৩০ সেপ্টেম্বর

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বষের্র ভতির্ পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১০ অক্টোবর পযর্ন্ত। ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ভতির্ পরীক্ষা পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান, কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান। তিনি জানান, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর গাণিতিক ও পদাথির্বষয়ক অনুষদ ‘এ’ ইউনিট, ১ অক্টোবর দিনের বাকি অংশে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-এইচ ইউনিট, ২ ও ৩ অক্টোবর জীববিজ্ঞান অনুষদ-ডি ইউনিট, ৩ অক্টোবর বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট-আই ইউনিট, ৪ অক্টোবর সমাজবিজ্ঞান অনুষদ-বি ইউনিট, ৮ অক্টোবর কলা ও মানবিকী অনুষদ-সি ইউনিট, ৯ অক্টোবর সি-১ ইউনিট (চারুকলা এবং নাটক ও নাট্যতত্ত¡ বিভাগ) একই দিনে আইন অনুষদ-এফ ইউনিট এবং ১০ অক্টোবর ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) জি ইউনিট এবং একই দিনে বিজনেস স্টাডিজ অনুষদ-ই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভতির্ পরীক্ষা সম্পকির্ত যাবতীয় তথ্য িি.িলঁ-ধফসরংংরড়হ.ড়ৎম ঠিকানায় পাওয়া যাবে। এদিকে ১৮৮৯ আসনের বিপরীতে ভতির্ পরীক্ষায় অংশ নেয়ার জন্য প্রাথমিকভাবে ৩ লাখ ২২ হাজার ৯৪৬ জন অনলাইনে আবেদন করেছে। সে হিসাবে প্রতি আসনে ১৭১ জন প্রতিযোগিতা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<13311 and publish = 1 order by id desc limit 3' at line 1