শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

প্রশ্ন : ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলে?

উত্তর : ব্রাহ্মী লিপি।

প্রশ্ন : চযার্পদের ভাষাকে কে বাংলা ভাষা দাবি করেছেন?

উত্তর : অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যয়।

প্রশ্ন : আধুনিকের পÐিতগণের মতে, নেপালে প্রাপ্ত চযার্পদের পুঁথির নাম কী?

উত্তর : চযার্গীতি কোষ।

প্রশ্ন : চযার্র প্রাপ্ত কোনসংখ্যক পদটি টীকাকার কতৃর্ক ব্যাখ্যা হয়নি?

উত্তর : ১১ সংখ্যক পদ।

প্রশ্ন : চযার্র প্রাপ্ত পুঁথিতে কোন কোন সংখ্যক পদে সম্পূণর্ পাওয়া যায়নি?

উত্তর : ২৪, ২৫, ৪৮ সংখ্যক পদ।

প্রশ্ন : চযার্র প্রাপ্ত কোন পদটির শেষাংশে পাওয়া যায়নি?

উত্তর : ২৩ সংখ্যক পদ।

প্রশ্ন : চযার্গীতিকা হরপ্রসাদ শাস্ত্রী কতৃর্ক কবে প্রকাশিত হয়েছিল?

উত্তর : ১৯১৬ সালে।

প্রশ্ন : চযার্ সংগ্রহটিতে সবর্সমেত কয়টি চযার্গীতি ছিল?

উত্তর : ৫১টি।

প্রশ্ন : চযার্পদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন?

উত্তর : ড. প্রবোধচন্দ্র বাগচী।

প্রশ্ন : চযার্পদের ভাষায় কোন অঞ্চলের নমুনা পরিলক্ষিত হয়?

উত্তর : পশ্চিম বাংলার প্রাচীনতম কথ্য ভাষার।

প্রশ্ন : ড. সুনীতি কুমার চট্টোপাধ্যয় কবে চযার্পদে ভাষা বাংলা বলে প্রমাণ করেন?

উত্তর : ১৯২৬ সালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<14244 and publish = 1 order by id desc limit 3' at line 1