বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলা

বাংলাদেশের বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দযর্
আশরাফুল আলম মিলন, সহকারী শিক্ষক সৃষ্টি শিক্ষা কেন্দ্র, মিরপুর, ঢাকা
  ০২ জুলাই ২০১৮, ০০:০০

প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে ১, ২ ক্রমিক প্রশ্নের উত্তর লেখ (পাঠ্যবই হতে) :

আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি। আমরা বাংলাদেশের বাঙালি। তার মানেÑ বাঙালি আরো কোথাও আছে নাকি? নিশ্চয়ই আছে। আমাদের একেবারে পাশেÑ ধর, তুমি চট্টগ্রামে বা সিলেটগামী ট্রেনে চেপে আখাউড়া বেড়াতে গেলে। এ আখাউড়া স্টেশন থেকে নেমে চার-পঁাচ কিলোমিটার পথ পেরোলেই পেয়ে যাবে সীমান্ত, অথার্ৎ যেখানটায় বাংলাদেশ আর ভারতের সীমানা দুই দিক থেকে এসে মিলেছে। ওই সীমান্তের ওপারেই ভারতের ত্রিপুরা রাজ্য। ত্রিপুরার লোকজনও বাঙালি, সবাই বাংলায় কথা বলে। তুমি যদি পাবর্ত্য চট্টগ্রামে যাও, দেখতে পাবে আরো নানা ধরনের মানুষের বসবাস সেখানে। তারা নিজ নিজ ভাষায় কথা বলে।

১। প্রদত্ত শব্দগুলোর অথর্ লেখ :

সৌভাগ্য, বাঙালি, সীমান্ত, সীমানা, নিশ্চয়।

উত্তর :

প্রদত্ত শব্দ অথর্

সৌভাগ্য Ñ ভালো ভাগ্য

বাঙালি Ñ বাংলাভাষী, বাংলাদেশি

সীমান্ত Ñ শেষ প্রান্ত

সীমানা Ñ গÐি

নিশ্চয় Ñ নিঃসন্দেহ জ্ঞান

২। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখ :

ক) আমাদের সৌভাগ্য কী?

উত্তর : আমাদের সৌভাগ্য আমরা বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দযের্ ভরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি।

খ) আমরা বাংলাদেশের বাঙালিÑকথাটির মানে কী?

উত্তর : যারা বাংলায় কথা বলে ও বাংলার শিক্ষা, সংস্কৃতি, আচার-ব্যবহারের মধ্য দিয়ে জীবনযাপন করে তারাই বাঙালি। তাই বাঙালি শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে বাঙালি রয়েছে। এ থেকে যারা বাংলাদেশে বাস করে তাদের বাংলাদেশের বাঙালি বলা হয়।

গ) চট্টগ্রাম বা সিলেটগামী ট্রেনে চেপে কিভাবে ত্রিপুরা রাজ্য পাওয়া যাবে?

উত্তর : চট্টগ্রাম বা সিলেটগামী ট্রেনে চেপে আখাউড়া যাওয়া যায়। আখাউড়া স্টেশনে নেমে চার-পঁাচ কিলোমিটার পথ পেরোলেই সীমান্ত পাওয়া যায়। সেই সীমান্তের ওপারেই ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত। এভাবে ত্রিপুরা রাজ্যে যাওয়া যায়।

৪। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখ :

উত্তর : নানা ধরনের মানুষের বসবাসরত এই বাংলাদেশে আমরা জন্মেছি এটাই আমাদের সৌভাগ্য। ভারতের ত্রিপুরা রাজ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে বাঙালি বসবাস করলেও আমরা বাংলাদেশের বাঙালি বলে গবের্বাধ করি। আর সবাই মিলেমিশে বসবাস করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে