বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান

মানুষের চামড়ার রং নিয়ন্ত্রণ করেÑ
মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
  ০২ জুলাই ২০১৮, ০০:০০

অধ্যায় Ñ ২

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

৬৭। বংশগতির জনক কে?

উত্তর: গ্রেগর জাহান মেন্ডেল

৬৮। প্রতিটি ক্রোমোজোমের প্রধান কয়টি অংশ থাকে?

উত্তর: ২টি

৬৯। নিউক্লিক এসিড কয় ধরনের?

উত্তর: ২ ধরনের

৭০। ক্রোমোজোমের প্রধান উপাদান কী?

উত্তর: ডিএনএ

৭১। ডিএনএ-এর পূণর্নাম লিখ।

উত্তর: ডি-অক্সিরাইবো নিউক্লিক এসিড।

৭২। ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ কে কী বলে?

উত্তর: জিন

৭৩। আরএনএ-এর পূণর্নাম লিখ।

উত্তর: রাইবো নিউক্লিক এসিড।

৭৪। মানুষের চুলের রং নিয়ন্ত্রণ করেÑ

উত্তর: ডিএনএ

৭৫। মানুষের চামড়ার রং নিয়ন্ত্রণ করেÑ

উত্তর: ডিএনএ

৭৬। কাকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়?

উত্তর: ক্রোমোজোমকে

৭৭। মানবদেহে কোমোজোমের সংখ্যা কতটি?

উত্তর: ৪৬টি

অধ্যায়Ñ ৩

১। পদাথর্ কী দিয়ে তৈরি?

উত্তর: ক্ষুদ্র ক্ষুদ্র অণু

২। পদাথের্র অণুসমূহ কোন প্রক্রিয়ায় স্থান পরিবতর্ন করে?

উত্তর : ব্যাপন

৩। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় কাবর্নডাই অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ত্যাগ করে?

উত্তর: সালোকসংশ্লেষণ

৪। ব্যাপন প্রক্রিয়ায় অণুর কী ধরনের পরিবতর্ন হয়ে থাকে?

উত্তর: ঘনত্ব

৫। দ্রবণ কাকে বলে?

উত্তর : দ্রাব ও দ্রাবকের মিশ্রণের ফলে যা উৎপন্ন হয় তাকে দ্রবণ বলে।

৬। দ্রাব কাকে বলে?

উত্তর: দ্রাবকে যা দ্রবীভ‚ত হয় তাকে দ্রাব বলে।

৭। অভেদ্য পদার্ কাকে বলে?

উত্তর: যে পদার্ দিয়ে দ্রাবক ও দ্রাব উভয় প্রকার পদাথের্র অণুগুলো চলাচল করতে পারে না তাকে অভেদ্য পদার্ বলে।

৮। ভেদ্য পদার্ কাকে বলে?

উত্তর: যে পদার্ দিয়ে দ্রাবক ও দ্রাব উভয়েরই অণু সহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পদার্ বলে।

৯। অধের্ভদ্য পদার্ কাকে বলে?

উত্তর: যে পদার্ দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অণু (উদ্ভিদের ক্ষেত্রে পানি) চলাচল করতে পারে কিন্তু দ্রাব অণু চলাচল করতে পারে না অধের্ভদ্য পদার্ বলে।

১০। ডিমের খোসার ভিতরের পদার্ ও মাছের পটকার পদার্ কীসের উদাহরণ?

উত্তর : অধের্ভদ্য পদার্র

১১। কিউটিনযুক্ত কোষপ্রাচীর কীসের উদাহরণ?

উত্তর : অভেদ্যপদার্র

১২। এক গøাস পানিতে কিসমিস ছেড়ে দিলে ইহা ফুলে উঠেÑ এটি কোন প্রক্রিয়া?

উত্তর : অভিস্রবণ

১৩। কিসমিসের বাইরের আবরণটি কী রকম?

উত্তর : অধের্ভদ্য

১৪। অভিস্রবণ কোথায় ঘটে?

উত্তর : মূলে

১৫। দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একত্রে মিশ্রিত হলে এদর মধ্যে কোন প্রক্রিয়া সংঘটিত হয়?

উত্তর: ব্যাপন

১৬। জীবকোষের কোষাবরণ বা প্লাজমা পদার্ কী ধরনের পদার্?

উত্তর : অধের্ভদ্য পদার্

১৭। কোষস্থিত পানি ও দ্রবীভ‚ত খনিজ লবণকে একত্রে কী বলে?

উত্তর : কোষরস

১৮। ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারে কোন প্রক্রিয়ায়?

উত্তর : অভিস্রবণ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে