logo
বৃহস্পতিবার ২০ জুন, ২০১৯, ৬ আষাঢ় ১৪২৬

  শিক্ষা জগৎ ডেস্ক য়   ১১ অক্টোবর ২০১৮, ০০:০০  

জানার আছে অনেক কিছু

প্রশ্ন : আধুনিক যুগের সাহিত্য ধারা কী কী?

উত্তর : মহাকাব্য, গীতিকাব্য, উপন্যাস, নাটক, ছোটগল্প, প্রহসন, প্রবন্ধ, নিবন্ধ, অভিসন্দভর্, সমালোচনা, আত্মজীবনীমূলক সাহিত্য, পত্র সাহিত্য, গীতিনাট্য ইত্যাদি।

প্রশ্ন : হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কে কাব্য চচার্ করেন?

উত্তর : রূপ গোস্বামী।

প্রশ্ন : বাংলা সাহিত্যের শেকড় সন্ধানী সাহিত্য কী?

উত্তর : লোকসাহিত্য।

প্রশ্ন : লোক সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কী?

উত্তর : ছড়া ও ধঁা ধঁা।

প্রশ্ন : ঋড়ষশষড়ৎব ংড়পরবঃু-এর কাজ কী?

উত্তর : লোকসাহিত্য চচার্ ও সংরক্ষণ।

প্রশ্ন : মহুয়া পালা কোন কাহিনী নিয়ে রচিত?

উত্তর : বেদের এক অপূবর্ সুন্দরী কন্যা মহুয়ার সাথে বামনকান্দার জমিদার ব্রাহ্মণ যুবক নদের চঁাদের প্রণয় কাহিনী।

প্রশ্ন : মৈয়মনসিংহ গীতিকার অন্তগর্ত উল্লেখযোগ্য গীতিকাগুলো কী কী?

উত্তর : মহুয়া, চন্দ্রাবতী, কাজল রেখা, দেওয়ানা মদিনা প্রভৃতি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে