বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি (সাধারণজ্ঞান)

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
  ১১ অক্টোবর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, চলছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন

নিয়ে আমরা হাজির।

২২. ১৯৫৪ সালে পূবর্ পাকিস্তান প্রাদেশিক পরিষদ নিবার্চনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল-

ক. ধানের শীষ

খ. নৌকা

গ. লাঙল

ঘ. বাইসাইকেল

উত্তর : খ. নৌকা

২৩. ঐতিহাসিক ৬-দফাকে কিসের সঙ্গে তুলনা করা হয়?

ক. বিল অব রাইটস

খ. ম্যাগনাকাটার্

গ. পিটিশন অব রাইটস

ঘ. মুখ্য আইন

উত্তর : খ. ম্যাগনাকাটার্

২৪. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে ঐড়ঁংবযড়ষফ প্রতি জনসংখ্যা-

ক. ৪.৪ জন

খ. ৫.০ জন

গ. ৫.৪ জন

ঘ. ৫.৫ জন

উত্তর : ক. ৪.৪ জন

২৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নিমির্ত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নিমার্তা কে?

ক. আলমগীর কবির

খ. খান আতাউর রহমান

গ. হুমায়ূন আহমেদ

ঘ. সুভাষ দও

উত্তর : ক. আলমগীর কবির

২৬. ১৯৭০ সালের সাধারণ নিবার্চনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসন লাভ করে?

ক. ১৪৭

খ. ১৬৭

গ. ১৬০

ঘ. ৩১৩

উত্তর : খ. ১৬৭

২৭. স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের-

ক. ২ মাচর্ (ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায়)

খ. ২৩ মাচর্

গ. ১০ মাচর্ (শাহবাগ)

ঘ. ২৫ মাচর্ (রেসকোসর্ ময়দানে)

উত্তর : ক. ২ মাচর্ (ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায়)

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<16815 and publish = 1 order by id desc limit 3' at line 1