logo
  • Thu, 18 Oct, 2018

  শিক্ষা জগৎ ডেস্ক য়   ১১ অক্টোবর ২০১৮, ০০:০০  

ঢাবিতে আন্তজাির্তক সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের উদ্যোগে ‘ইঁংরহবংং ধহফ ঊপড়হড়সরপং’ শীষর্ক দু’দিনব্যাপী তৃতীয় আন্তজাির্তক সম্মেলন ৯ অক্টোবর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উদ্বোধন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সম্মেলন উদ্বোধন করেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘ঝযধঢ়রহম ঃযব ঋঁঃঁৎব ঃযৎড়ঁময ওহপষঁংরাব উবাবষড়ঢ়সবহঃ.’ ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কেনিয়ার ইউনাইটেড স্টেটস ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর উপাচাযর্ অধ্যাপক ড. পল টিয়াম্বে জেলিজা এবং সংযুক্ত আরব আমিরাতের আল এইন ইউনিভাসিির্ট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচাযর্ অধ্যাপক ড. গালিব আল রেফাই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভাসিির্টর অধ্যাপক পাথর্ এস ঘোষ। ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলনের কো-চেয়ার অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, জাপান, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার শিক্ষক ও গবেষকগণ এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি

উপরে