শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ১২ অক্টোবর ২০১৮, ০০:০০

প্রশ্ন : দেওয়ানা মদিনা পালাটির রচয়িতা কে?

উত্তর : মনসুর বয়াতি।

প্রশ্ন : বাংলাদেশ থেকে সংগৃহীত লোক গীতিকা কয় ভাগে বিভক্ত?

উত্তর : ৩ ভাগে। নাথ-গীতিকা, মৈয়মনসিংহ গীতিকা ও পূবর্বঙ্গ গীতিকা।

প্রশ্ন : মৈয়মনসিংহ গীতিকা বিশ্বের কয়টি ভাষায় অনূদিত হয়েছে?

উত্তর : ২৩টি।

প্রশ্ন : মৈয়মনসিংহ গীতিকার রচয়িতা কে?

উত্তর : ড. দীনেশ চন্দ্র সেন।

প্রশ্ন : মৈয়মনসিংহ গীতিকা কত সালে প্রথম প্রকাশিত হয়?

উত্তর : ১৯২৩ সালে।

প্রশ্ন : পদ বা পদাবলি বলতে কী বুঝায়?

উত্তর : পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা।

প্রশ্ন : বৈষ্ণব সাহিত্য কী?

উত্তর : বৈঞ্চব মতকে কেন্দ্র করে রচিত সাহিত্যকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<16959 and publish = 1 order by id desc limit 3' at line 1