logo
বুধবার ২৬ জুন, ২০১৯, ১২ আষাঢ় ১৪২৬

  তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়   ১২ অক্টোবর ২০১৮, ০০:০০  

সপ্তম শ্রেণির পড়াশোনা

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায় ৪

১৭. মাইক্রোসফট ওয়াডর্ চালুর সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে কোনটি খোলে?

ক. নতুন ফাইল

খ. নতুন ডকুমেন্ট

গ. নতুন হোমপেজ

ঘ. নতুন পেজ

সঠিক উত্তর: খ. নতুন ডকুমেন্ট

১৮. বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অনুমোদিত বাংলা কিবোডর্ লে-আউটের নাম কী?

ক. বিজয় কিবোডর্

খ. মুনীর কিবোডর্

গ. ন্যাশনাল কিবোডর্

ঘ. অভ্র কিবোডর্

সঠিক উত্তর: গ. ন্যাশনাল কিবোডর্

১৯. ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকে কবে থেকে?

ক. ২০০৩ সালের পর থেকে

খ. ২০০১ সালের পর থেকে

গ. ২০০২ সালের পর থেকে

ঘ. ২০০০ সালের পর থেকে

সঠিক উত্তর: ঘ. ২০০০ সালের পর থেকে

২০. বিনা মূল্যের বাংলা ইউনিকোড সফটওয়্যার কোনটি?

ক. অভ্র

খ. প্রবতর্না

গ. লেখনী

ঘ. বিজয়

সঠিক উত্তর: ক. অভ্র

২১. অভ্র কত সালে প্রবতির্ত হয়?

ক. ২০০০ সালে

খ. ২০০৭ সালে

গ. ২০০৪ সালে

ঘ. ২০০৯ সালে

সঠিক উত্তর: খ. ২০০৭ সালে

২২. প্রথম বাংলা টাইপের জন্য কিবোডর্ লে-আউট তৈরি করেন কে?

ক. কবি জসীমউদ্দীন

খ. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্

গ. শহিদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী

ঘ. ডক্টর আবদুল্লাহ আল মুতী

সঠিক উত্তর: গ. শহিদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী

২৩. কোনো ডকুমেন্টকে সাজানোর প্রক্রিয়াকে কী বলা হয়?

ক. এডিটিং

খ. ফরমেটিং

গ. প্রিন্টিং

ঘ. কম্পোজ

সঠিক উত্তর: খ. ফরমেটিং

২৪. ইংরেজি ট বাটন দ্বারা বিজয় বাংলা কিবোডের্ কী লেখা যায়?

ক. গ ও ঘ

খ. ক ও খ

গ. জ ও ঝ

ঘ. চ ও ছ

সঠিক উত্তর: গ. জ ও ঝ

২৫. ইংরেজি ও বাটন দ্বারা বিজয় বাংলা কিবোডের্ কী লেখা যায়?

ক. গ ও ঘ

খ. ক ও খ

গ. জ ও ঝ

ঘ. হ ও ঞ

সঠিক উত্তর: ঘ. হ ও ঞ

২৬. কোন যন্ত্র ছাপার জগৎ দখল করেছে?

ক. টাইপরাইটার

খ. ফ্যাক্স

গ. কলম

ঘ. কম্পিউটার

সঠিক উত্তর: ঘ. কম্পিউটার

২৭. ডকুমেন্টকে কেন একটি নাম দিয়ে সংরক্ষণ করা হয়?

ক. হারানো থেকে রক্ষার জন্য

খ. ডকুমেন্ট ডিলিট করার জন্য

গ. লুকিয়ে রাখার জন্য

ঘ. ডকুমেন্ট সাজানোর জন্য

সঠিক উত্তর: ক. হারানো থেকে রক্ষার জন্য
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে