শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (বাংলা)

বিভিন্ন পেশার লোকজন আমাদের আপনজন
আশরাফুল আলম মিলন, সহকারী শিক্ষক সৃষ্টি শিক্ষা কেন্দ্র, মিরপুর, ঢাকা য়
  ০৩ জুলাই ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা পাঠ্যবই থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।

প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে ১, ২ নং প্রশ্নের উত্তর লিখ (পাঠ্যবই হতে) :

বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমোর, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিসে-আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে। গড়ে তুলছে এই দেশ। ভাব তো কৃষকের কথা। তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন।

এভাবেই তো সবাইকে নিয়ে আমরা আনন্দে আছি। কিন্তু সেই আনন্দ কী রকমের? এক ধরনের আনন্দ হচ্ছে নানা ধরনের উৎসব নিয়ে। মুসলমানদের দুটো ঈদ রয়েছে, রয়েছে মহররম। হিন্দুদের দুগার্পূজাসহ এত উৎসব আছে যে, ‘বারো মাসে তেরো পাবর্ণ’ লেগেই থাকে। বৌদ্ধদের আছে সারা বছরে কয়েকটি বৌদ্ধপূণির্মা। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে, তা ছাড়া ২৫ ডিসেম্বর, মানে ‘বড়দিন’। এর সবই তো আমরা উদ্যাপন করি।

১। প্রদত্ত শব্দগুলোর অথর্ লেখ :

বিচিত্র, কৃষক, শ্রদ্ধা, উৎসব, পরস্পর

উত্তর :

প্রদত্ত শব্দ অথর্

বিচিত্র Ñ নানা রূপ

কৃষক Ñ যে ফসল ফলায়

শ্রদ্ধা Ñ বিশেষ সম্মান

উৎসব Ñ আনন্দ অনুষ্ঠান

পরস্পর Ñ একের সঙ্গে অন্যে

২। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখ :

ক) বাংলাদেশের বিভিন্ন পেশার লোকজন আমাদের আপনজন কেন?

উত্তর : বাংলাদেশের সব পেশার লোকজনই আমাদের নানাভাবে সহায়তা করে। তাই তারা আমাদের আপনজন। যেমনÑ কৃষক ফসল ফলায়, জেলে মাছের জোগান দেয়, কুমোর বাসনকোসন তৈরি করে প্রভৃতি।

খ) কৃষকদের কেন শ্রদ্ধা করা উচিত?

উত্তর : যারা কৃষিকাজ করেন তারাই কৃষক। কৃষকরা ফসল ফলিয়ে আমাদের খাদ্যের জোগান না দিলে আমরা বঁাচতাম না। তাই তাদের শ্রদ্ধা করা উচিত।

গ) বাংলাদেশের কয়েকটি উৎসবের নাম লেখ।

উত্তর : বাংলাদেশের কয়েকটি উৎসবের নাম হচ্ছেÑ ঈদুল ফিতর, ঈদুল আজহা; দুগার্পূজা, বৌদ্ধপূণির্মা, বড়দিন ইত্যাদি।

ঘ) প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখ।

উত্তর : বিভিন্ন পেশার মানুষ বাংলাদেশে বাস করে। নিজের কমর্ দিয়ে এরা একে অন্যকে সাহায্য করে। এ জন্য তারা একে অন্যের আপনজন। তা ছাড়া বিভিন্ন ধমের্র লোক তাদের ধমীর্য় উৎসব পালনের মাধ্যমে সবাই মিলে আনন্দ উৎসবে মেতে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে