শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

নতুনধারা
  ০৩ জুলাই ২০১৮, ০০:০০
প্রাকৃতিক গ্যাস।

প্রশ্ন : বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম হলে রুই (কাপর্) জাতীয় মাছ ধরা নিষেধ?

উত্তর : ২৩ সেন্টিমিটার।

প্রশ্ন : বঙ্গোপসাগরের মৎস্যচারণ ক্ষেত্র কয়টি?

উত্তর : চারটি।

প্রশ্ন : নিমগ্ন মহাগহবর কী?

উত্তর : একটি মৎস্যচারণ ক্ষেত্র।

প্রশ্ন : রেণু পোনা কখন ছাড়ে?

উত্তর : বষার্কালে।

প্রশ্ন : বাংলাদেশের প্রধান প্রাণিজসম্পদ?

উত্তর : মাছ।

প্রশ্ন : পুকুরে কোন মাছ বঁাচে না?

উত্তর : ইলিশ।

(বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ)

প্রশ্ন : বাংলাদেশের প্রধান খনিজসম্পদ কী?

উত্তর : প্রাকৃতিক গ্যাস।

প্রশ্ন : প্রাকৃত গ্যাস কী?

উত্তর : প্রাকৃত গ্যাস হচ্ছে প্রকৃতিতে তৈরি হাইড্রোকাবর্ন।

প্রশ্ন : প্রাকৃতিক গ্যাস কীভাবে থাকে?

উত্তর : সাধারণত মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন সামান্য পরিমাণে মিশ্রিত অবস্থায় থাকে।

প্রশ্ন : বাংলাদেশের গ্যাস ও তেল ক্ষেত্রের তত্ত¡াবধানের মূল দায়িত্ব পালন করে কোন মন্ত্রণালয়?

উত্তর : জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

প্রশ্ন : বাংলাদেশে বতর্মানে কত ভাগ মানুষ গ্যাস সুবিধা পাচ্ছে?

উত্তর : ১৪ ভাগ মানুষ।

প্রশ্ন : সিলেটের হরিপুরে তথা বাংলাদেশের প্রথম কবে গ্যাস আবিষ্কৃত হয়েছে?

উত্তর : ১৯৫৫ সালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে