বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ববিতে ৩৩ কোটি টাকার বাজেট অনুমোদন

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ০৩ জুলাই ২০১৮, ০০:০০

২০১৮-১৯ সালের অথর্বছরের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ৩২ কোটি ৯৩ লাখ টাকার প্রস্তাবিত বাজেট পাস করা হয়েছে। ৩০ জুন ববির ঢাকার লিয়াজেঁা অফিসে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৬তম সভায় এ বাজেট পাস করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কাযর্ক্রম, শিক্ষক, কমর্কতার্ ও কমর্চারীদের বেতন-ভাতাসহ বিবিধ কাযর্ক্রম পরিচালনায় আগামী ২০১৮-১৯ অথর্বছরের ব্যয়ের হিসাব এই বাজেট। সিন্ডিকেটের ৫৬তম সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ প্রফেসর ড. এস এম ইমামুল হক। বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক ফয়সাল মাহমুদ রুমী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাজেটের বিষয়টি নিশ্চিত করা হয়। চলতি বছরের ২৯ জুনে বিশ্ববিদ্যালয়ের ঢাকার লিয়াজেঁা অফিসে অথর্ কমিটির ২৪তম সভায় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ অথর্বছরের জন্য ৩২ কোটি ৯৩ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়। উপাচাযর্ সভাপতিত্বে সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের অথর্ কমিটির বিভিন্ন পযাের্য়র সদস্যরাসহ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে