বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

‘অপারেশন সাচর্লাইট’ কী?
মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগুড়া য়
  ১৬ অক্টোবর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।

প্রথম অধ্যায়

প্রশ্ন : ১৭. মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?

উত্তর : মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কনের্ল (পরবতীের্ত জেনারেল) মুহম্মদ আতাউল গণি ওসমানী।

প্রশ্ন : ১৮. মুক্তিযুদ্ধের ১০ নাম্বার সেক্টরের অধীনে কোন অঞ্চল ছিল?

উত্তর : মুক্তিযুদ্ধের ১০ নাম্বার সেক্টরের অধীনে ছিল অভ্যন্তরীণ নৌপথ, সমুদ্র উপক‚লীয় অঞ্চল, চট্টগ্রাম ও চালনা।

প্রশ্ন : ১৯. মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে কয়টি ব্রিগেড ফোসের্ ভাগ করা হয়েছিল?

উত্তর : মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে তিনটি ব্রিগেড ফোসের্ ভাগ করা হয়েছিল। এগুলো হলোÑ জেড ফোসর্, এস ফোসর্ ও কে ফোসর্।

প্রশ্ন : ২০. কাদের নিয়ে মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী গঠিত হয়েছিল?

উত্তর : বাঙালি সামরিক অফিসার ও সৈন্যদের নিয়ে গঠিত হয়েছিল মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী।

প্রশ্ন : ২১. কাদের ‘মুক্তিফৌজ’ বলা হতো?

উত্তর : বাঙালি সামরিক অফিসার ও সৈন্যদের নিয়ে গঠিত মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনীকে ‘মুক্তিফৌজ’ বলা হতো।

প্রশ্ন : ২২. অনিয়মিত বাহিনী কাদের নিয়ে গড়ে উঠেছিল?

উত্তর : বেসামরিক সবর্স্তরের জনগণকে নিয়ে অনিয়মিত বাহিনী গড়ে উঠেছিল।

প্রশ্ন : ২৩. ‘অপারেশন সাচর্লাইট’ কী?

উত্তর : ১৯৭১ সালের ২৫ মাচর্ রাতের অন্ধকারে নিরীহ বাঙালিদের ওপর অতকির্ত হামলার মধ্য দিয়ে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ শুরু হয়। এ অভিযানকে বলা হয় ‘অপারেশন সাচর্লাইট’।

প্রশ্ন : ২৪. আমরা কখন শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি?

উত্তর : প্রতি বছর ১৪ ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি।

প্রশ্ন : ২৫. কাদের মিত্রবাহিনী বলা হতো?

উত্তর : মুক্তিযুদ্ধকালীন ভারতীয় সহায়তাকারী বাহিনীকে মিত্রবাহিনী বলা হতো।

প্রশ্ন : ২৬. যৌথবাহিনী কাদের নিয়ে গঠিত হয়?

উত্তর : মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে যৌথবাহিনী গঠিত হয়।

প্রশ্ন : ২৭. কখন যৌথবাহিনী গঠন করা হয়?

উত্তর : ১৯৭১ সালের ২১ নভেম্বর যৌথবাহিনী গঠন করা হয়।

প্রশ্ন : ২৮. পাকিস্তানি বাহিনীর প্রধান কখন, কোথায় আত্মসমপর্ণ করেন?

উত্তর : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকালে পাকিস্তানি বাহিনীর প্রধান ঢাকার রেসকোসর্ ময়দানে আত্মসমপর্ণ করেন।

প্রশ্ন : ২৯. মুক্তিযুদ্ধের বীরত্বসূচক উপাধি কয়টি?

উত্তর : মুক্তিযুদ্ধের বীরত্বসূচক উপাধি চারটি।

যথাÑ ১. বীরশ্রেষ্ঠ,

২. বীরউত্তম,

৩. বীরবিক্রম ও

৪. বীরপ্রতীক।

প্রশ্ন : ৩০. সবোর্চ্চ বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি কী?

উত্তর : সবোর্চ্চ বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি হলো বীরশ্রেষ্ঠ। মোট সাতজন এ উপাধিতে ভ‚ষিত হয়েছিলেন।

দ্বিতীয় অধ্যায়

প্রশ্ন : ১. বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয় কিভাবে?

উত্তর : ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<17687 and publish = 1 order by id desc limit 3' at line 1