logo
বৃহস্পতিবার ২১ মার্চ, ২০১৯, ৭ চৈত্র ১৪২৫

  মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা   ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০  

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি গণিত

বাংলা কোন কোন মাস ৩০ দিনে হয়?

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি  গণিত

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর একাদশ অধ্যায় ৩২। ৫ কিলোমিটার = কত সে.মি.? উত্তর : ৫,০০,০০০ সে.মি.? ৩৩। একটি বগের্ক্ষত্রের প্রতিটি বাহুর দৈঘর্্য ০.১ সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত বগর্ সে.মি.? উত্তর : ০.০১ বগর্ সে.মি. ৩৪। ১ এয়র = কত বগির্মটার? উত্তর : ১০০ বগির্মটার ৩৫। একটি বেঞ্চের দৈঘর্্য ১ মিটার ৫০ সে.মি. হলে, অনুরূপ ২টি বেঞ্চের মোট দৈঘর্্য কত? উত্তর : ৩ মিটার ৩৬। ১৫০০ কেজিকে কুইন্টালে প্রকাশ করলে কী হবে? উত্তর : ১৫ কুইন্টাল দ্বাদশ অধ্যায় ১। ইংরেজি মতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়? উত্তর : রাত ১২টার পর থেকে ২। বাংলা মতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়? উত্তর : সূযোর্দয় থেকে ৩। সূযার্স্ত থেকে পরবতীর্ সূযোর্দয় পযর্ন্ত সময়কে কী বলে? উত্তর : রাত্রি ৪। বাংলা কোন কোন মাস ৩০ দিনে হয়? উত্তর : আশি^ন, কাতির্ক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র ৫। বাংলা কোন কোন মাস ৩১ দিনে হয়? উত্তর : বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ৬। বাংলা মতে কয়টি মাস ৩০ দিনে হয়? উত্তর : ৭টি ৭। বাংলা মতে কয়টি মাস ৩১ দিনে হয়? উত্তর : ৫টি ৮। ইংরেজি কোন কোন মাস ৩১ দিনে হয়? উত্তর : জানুয়ারি, মাচর্, মে, জুলাই, আগস্ট, অক্টোবর ও ডিসেম্বর ৯। ইংরেজি কোন কোন মাস ৩০ দিনে হয়? উত্তর : এপ্রিল, জুন, সেপ্টেম্বর ও নভেম্বর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে