শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বাংলাদেশের প্রধান কৃষিজাত ফসলÑ
মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগুড়া
  ১৯ অক্টোবর ২০১৮, ০০:০০

তৃতীয় অধ্যায়

প্রশ্ন: ১. পুÐ্রনগর কোন আমলে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর : পুÐ্রনগর মৌযর্ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল।

প্রশ্ন: ২. মহাস্থানগড় কোথায় অবস্থিত?

উত্তর : মহাস্থানগড় বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত।

প্রশ্ন: ৩. বাংলার প্রাচীনতম শিলালিপি কোথায় পাওয়া গেছে?

উত্তর : বাংলার প্রাচীনতম শিলালিপি হচ্ছে ‘ব্রাহ্মী শিলালিপি’। এটি মহাস্থানগড়ে পাওয়া গেছে।

প্রশ্ন: ৪. ‘সোমপুর মহাবিহার’ কখন নিমির্ত হয়?

উত্তর : ‘সোমপুর মহাবিহার’ রাজা ধমর্পালের শাসনামলে (আনুমানিক ৭৮১-৮২১ খ্রিস্টাব্দ) নিমির্ত হয়।

প্রশ্ন: ৫. ময়নামতি কোথায় অবস্থিত?

উত্তর : ময়নামতি কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

প্রশ্ন: ৬. সোনারগঁা কখন বাংলার রাজধানী ছিল?

উত্তর : সোনারগঁা মধ্যযুগে মুসলিম শাসনামলে বেশ কিছুকাল বাংলার সুলতানদের রাজধানী ছিল।

প্রশ্ন: ৭. লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর : লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জের সেনারগঁায়ে অবস্থিত।

প্রশ্ন: ৮. লোকশিল্প জাদুঘর কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : শিল্পাচাযর্ জয়নুল আবেদিন ১৯৭৫ সালে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন।

প্রশ্ন: ৯. লালবাগ দুগর্ কোথায় অবস্থিত?

উত্তর : লালবাগ দুগর্ বতর্মান পুরান ঢাকার দক্ষিণ-পশ্চিম প্রান্তে বুড়িগঙ্গা নদীর তীরবতীর্ স্থানে অবস্থিত।

প্রশ্ন : ১০. লালবাগ দুগের্ কার মাজার রয়েছে?

উত্তর : লালবাগ দুগের্ শায়েস্তা খানের কন্যা পরী বিবির মাজার রয়েছে।

প্রশ্ন : ১১. আহসান মঞ্জিল কে নিমার্ণ করেন?

উত্তর : মুঘল আমলে বরিশালের জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতউল্লাহ আহসান মঞ্জিল নিমার্ণ করেন।

প্রশ্ন : ১২. বাংলাদেশের কত ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নিভর্রশীল?

উত্তর : বাংলাদেশের শতকরা প্রায় ৮০ ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নিভর্রশীল।

প্রশ্ন : ১৩. ২০১১-১২ অথর্বছরে মোট জাতীয় আয়ে কৃষি খাত থেকে পাওয়া যায় শতকরা কত ভাগ?

উত্তর : ২০১১-১২ অথর্বছরে মোট জাতীয় আয়ে কৃষি খাত থেকে শতকরা প্রায় ২০ ভাগ পাওয়া যায়।

প্রশ্ন : ১৪. বাংলাদেশের কৃষিজাত দ্রব্যগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর : বাংলাদেশের কৃষিজাত দ্রব্যগুলোকে দুই ভাগে ভাগ করা যায়।

প্রশ্ন : ১৫. বাংলাদেশের প্রধান কৃষিজাত ফসল কী?

উত্তর : বাংলাদেশের প্রধান কৃষিজাত ফসল ধান।

প্রশ্ন : ১৬. বাংলাদেশে কয় ধরনের ধান হয়?

উত্তর : বাংলাদেশে তিন ধরনের ধান হয়। যথাÑ আউশ, আমন ও বোরো।

প্রশ্ন : ১৭. পাটকে কী বলা হয়?

উত্তর : পাটকে সোনালি অঁাশ বা এড়ষফবহ ঋরনবৎ বলা হয়।

প্রশ্ন : ১৮. বাংলাদেশে প্রতি বছর উৎপাদিত পাটের পরিমাণ কত?

উত্তর : বাংলাদেশে প্রতি বছর উৎপাদিত পাটের পরিমাণ প্রায় ৪৫ লাখ মেট্রিক টন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<18164 and publish = 1 order by id desc limit 3' at line 1