শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

নতুনধারা
  ১৯ অক্টোবর ২০১৮, ০০:০০

প্রশ্ন : কোন কবির জীবনাবসানের মাধ্যমে মধ্যযুগের অবসান হয়েছে?

উত্তর : কবি ভারত চন্দ্র রায় গুণাকর।

প্রশ্ন : মসির্য়া সাহিত্য কী?

উত্তর : এক ধরনের শোককাব্য।

প্রশ্ন : মসির্য়া কথাটি এসেছে কোন ভাষা থেকে? এর অথর্ কী?

উত্তর : আরবি ভাষা থেকে; এর অথর্ শোক প্রকাশ করা।

প্রশ্ন : কোন মতবাদ প্রসারের ফলে মসির্য়া সাহিত্য সৃষ্টির অনুক‚ল হয়েছে?

উত্তর : শিয়া মতবাদ।

প্রশ্ন : কাশিমের লড়াই মাসির্য়া কাব্যের রচয়িতা কে?

উত্তর : অষ্টাদশ শতকের কবি শেরবাজ।

প্রশ্ন : বাংলা সাহিত্যে মসির্য়া সাহিত্য ধারার প্রথম কবি কে এবং তার কাব্যের নাম কি?

উত্তর : শেখ ফয়জুল্লাহ, জয় নবের চৌতিশা।

প্রশ্ন : মসির্য়া সাহিত্য ধারার অন্যতম হিন্দু কবি কে এবং তার কাব্যের নাম কী?

উত্তর : রাধাচরণ গোপ, ইমামগণের কেচ্ছা ও আফৎনামা।

প্রশ্ন : শায়ের কারা?

উত্তর : পুঁথি সাহিত্যের রচয়িতার শায়ের বলা হয়।

প্রশ্ন : পুঁথি সাহিত্যের প্রথম সাথর্ক কবির রচয়িতা কে?

উত্তর : ফকির গরীবুল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<18168 and publish = 1 order by id desc limit 3' at line 1