শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থানÑ
সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর য়
  ২০ অক্টোবর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায়-৪

নিচের অনুচ্ছেদটি পড় ৩০ এবং ৩১নং প্রশ্নের উত্তর দাও:

ইতিহাসবিদ হিসেবে মুনতাসির মামুন মনে করেন, ঔপনিবেশিক যুগের তৈরি প্রতœসম্পদ থেকে সে যুগের জীবনযাত্রা সম্পকের্ জানা যায়। ঢাকার বাহাদুর শাহ পাকর্ ও প্রতœতত্তে¡র অংশ।

৩০। প্রতœসম্পদ আমাদের পরিচয় করায়Ñ

(ক) জীবিকার সাথে

(খ) শিক্ষার সাথে

(গ) ইতিহাস ও ঐতিহ্যের সাথে

(ঘ) খেলাধুলার সাথে

সঠিক উত্তর : (গ) ইতিহাস ও ঐতিহ্যের সাথে

৩১। বাহাদুর শাহ পাকের্র নামের সাথে সম্পকর্ খুঁজে পাওয়া যায়Ñ

(র) আন্টাঘর ময়দান

(রর) নওয়াব আব্দুল লতিফ

(ররর) রানী ভিক্টোরিয়া পাকর্

নিচের কোনটি সঠিক?

(ক) র খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

৩২। কোন জমিদাররা ময়মনসিংহ অঞ্চলে ছিলেন?

(ক) মুক্তাগাছার জমিদাররা

(খ) ভাওয়ালের জমিদাররা

(গ) তাজহাটের জমিদাররা

(ঘ) ভবানীপুরের জমিদাররা

সঠিক উত্তর : (ক) মুক্তাগাছার জমিদাররা

৩৩। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থান বলতে কোনটিকে বোঝায়?

(ক) কুমিল্লা শহর

(খ) কুষ্টিয়ার শিলাইদহ

(গ) গোপালগঞ্জ

(ঘ) বাগেরহাট

সঠিক উত্তর : (খ) কুষ্টিয়ার শিলাইদহ

৩৪। মানিকগঞ্জের সাটুরিয়ায় কোন জমিদারের বাড়ি?

(ক) রোজ গাডের্ন

(খ) লাল কুঠির

(গ) শশীলজ

(ঘ) বালিয়াটির জমিদার বাড়ি

সঠিক উত্তর : (ক) রোজ গাডের্ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<18331 and publish = 1 order by id desc limit 3' at line 1