বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ২০ অক্টোবর ২০১৮, ০০:০০

প্রশ্ন : উল্লেখযোগ্য শায়েরের নাম কী?

উত্তর : ফকির গরীবুল্লাহ, সৈয়দ হামজা, মালে মুহম্মদ, আয়েজুদ্দিন, মুহম্মদ মুনশী, দানেশ প্রমুখ।

প্রশ্ন : পুঁথি সাহিত্যে কোন কোন ভাষার সংমিশ্রণ ঘটেছে?

উত্তর : আরবি, ফাসির্, বাংলা, হিন্দি, তুকির্ প্রভৃতি।

প্রশ্ন : কালুগাজী ও চন্দ্রাবতী কোন ধরনের সাহিত্য?

উত্তর : পুঁতি সাহিত্য।

প্রশ্ন : পুঁথি সাহিত্যের প্রথম সাথর্ক ও জনপ্রিয় কবি কে ছিলেন?

উত্তর : ফকির আবদুল্লাহ।

প্রশ্ন : ফকির আবদুল্লাহর শ্রেষ্ঠ কবি প্রতিভা কোন গ্রন্থে বিধৃত?

উত্তর : ইউসুফ- জুলেখা।

প্রশ্ন : প্রণয়োপাখ্যান জাতীয় উল্লেখযোগ্য পুঁথি সাহিত্য কী কী?

উত্তর : ইউসুফ-জুলেখা, সয়ফুলমূলক-বদিউজ্জমান, লায়লী-মজনু, গুলে-বকাওলী।

প্রশ্ন : যুদ্ধ সম্পকির্ত উল্লেখযোগ্য পুঁথি সাহিত্য কী কী?

উত্তর : জঙ্গনামা, আমীর হামজা, সোনাভান, কারবালার যুদ্ধ ইত্যাদি।

প্রশ্ন : পীর পঁাচালীবিষয়ক উল্লেখযোগ্য পুঁথি সাহিত্য কী কী?

উত্তর : গাজী-কালু চম্পাবতী, সত্য পীরের পুঁথি ইত্যাদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<18333 and publish = 1 order by id desc limit 3' at line 1