শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি

সাধারণজ্ঞান

আহসান হাবীব, প্রভাষক সিটি ইউনিভাসিির্ট, ঢাকা য়
  ২২ অক্টোবর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, চলছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ।

তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির

পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির

১২. নেপালের শক্তিশালী ভূমিকম্পটি রিকটার স্কেলে মাত্রা কত ছিল?

ক. ৬. ৫

খ. ৬. ৯

গ. ৭. ২

ঘ. ৭. ৮

উত্তর : ঘ. ৭. ৮

১৩. ২০১৭ সালের কত তারিখে সুন্দরবনে কয়লাবাহী জাহাজ ডুবে যায়?

ক. ১২ জুন

খ. ১৩ জানুয়ারি

গ. ১৭ মাচর্

ঘ. ১৯ জুলাই

উত্তর : খ. ১৩ জানুয়ারি

১৪. সুন্দরবনে কয়লাবাহী ডুবে যাওয়া জাহাজের নাম কী?

ক. এম ভি নিশান

খ. এম ভি মুনির

গ. এম ভি ফারান

ঘ. এম ভি আইজগঁাতি

উত্তর : ঘ. এম ভি আইজগঁাতি

১৫. ভূ-ত্বকের গভীরতা কত?

ক. ১০ কি. মি

খ. ১২ কি. মি

গ. ১৪ কি. মি

ঘ. ১৬ কি. মি

উত্তর : ঘ. ১৬ কি. মি

১৬. ভ‚পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

ক. তামা

খ. সিসা

গ. দস্তা

ঘ. অ্যালুমিনিয়াম

উত্তর : ঘ. অ্যালুমিনিয়াম

১৭. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ

দুভির্ক্ষ কত সালে ঘটে?

ক. বাংলা ১০৭৬

খ. বাংলা ১১৭৬

গ. বাংলা ১৩৭৬

ঘ. ইংরেজি ১৮৭৬

উত্তর : খ. বাংলা ১১৭৬

১৮. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নিণর্য়

করা হয়?

ক. প্রতিফলন

খ. প্রতিধ্বনি

গ. প্রতিসরণ

ঘ. প্রতিসরাঙ্ক

উত্তর : খ. প্রতিধ্বনি

১৯. বাংলাদেশে চীনামাটির স›দ্ধান পাওয়া গেছে-

ক. বিজয়পুরে

খ. রানীগঞ্জে

গ. টেকের হাটে

ঘ. বিয়ানী বাজারে

উত্তর : ক. বিজয়পুরে

২০. পৃথিবীর ঘুনের্নর ফলে আমরা ছিটকিয়ে পড়ি নাÑ

ক. মহাকষর্ বলের জন্য

খ. মাধ্যাকষর্ন বলের জন্য

গ. পৃথিবীর সঙ্গে আমাদের আবাতের্নর জন্য

ঘ. কোনোটি নয়

উত্তর : খ. মাধ্যাকষর্ন বলের জন্য

২১. নিচের কোনটি জ্বীবাশ্ম জ্বালানী নয়Ñ

ক. পেট্রোলিয়াম

খ. কয়লা

গ. প্রাকৃতিক গ্যাস

ঘ. বায়োগ্যাস

উত্তর : ঘ. বায়োগ্যাস

২২. যে বায়ু সবর্দাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়,তাকে

বলা হয়Ñ

ক. আয়নবায়ু

খ. প্রতায়ন বায়ু

গ. মৌসুমি বায়ু

ঘ. নিয়নবায়ু

উত্তর : ঘ. নিয়নবায়ু

২৩. বাংলাদেশের কতভাগ ভ‚মি প্লাবনভ‚মি?

ক. ৮০

খ. ৬০

গ. ৮৫

ঘ. ৯০

উত্তর : ঘ. ৯০

২৪. বাংলাদেশের সমুদ্র উপক‚লীয় অঞ্চলের দৈঘ্যর্ কত?

ক. ১৫৫ কি. মি

খ. ২৫৩ কি. মি

গ. ২০০ কি. মি

ঘ. ৭১১ কি. মি

উত্তর : ঘ. ৭১১ কি. মি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<18710 and publish = 1 order by id desc limit 3' at line 1