শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সপ্তম শ্রেণির পড়াশোনা

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়
  ২৯ অক্টোবর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

শব্দ ও পদ

১৮। ‘দেশের জন্য প্রাণ দাও’-বাক্যে ‘দেশের’ কোন কারকে কোন বিভক্তি?

ক. কতার্য় শূন্য

খ. কতার্য় ষষ্ঠী

গ. সম্প্রদানে শূন্য

ঘ. সম্প্রদানে ষষ্ঠী

সঠিক উত্তর: ঘ. সম্প্রদানে ষষ্ঠী

১৯। ‘কালির দাগ সহজে ওঠে না’-বাক্যে ‘কালির’ কোন কারকে কোন বিভক্তি?

ক. কমের্ শূন্য

খ. কতার্য় শূন্য

গ. কমের্ ষষ্ঠী

ঘ. সম্বন্ধে ষষ্ঠী

সঠিক উত্তর: ঘ. সম্বন্ধে ষষ্ঠী

২০। ‘জিজ্ঞাসিব জনে জনে’-বাক্যে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?

ক. কতার্য় সপ্তমী

খ. কমের্ দ্বিতীয়া

গ. কমের্ সপ্তমী

ঘ. অপাদানে সপ্তমী

সঠিক উত্তর: গ. কমের্ সপ্তমী

২১। ‘দশে মিলে করি কাজ’-বাক্যে ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি?

ক. কতার্য় সপ্তমী

খ. কমের্ সপ্তমী

গ. করণে সপ্তমী

ঘ. সম্প্রদানে সপ্তমী

সঠিক উত্তর: ক. কতার্য় সপ্তমী

২২। ‘বাবাকে বড় ভয় পাই।’-দাগ দেওয়া পদটির কারক ও বিভক্তি কোনটি?

ক. কমের্ দ্বিতীয়া

খ. কমের্ চতুথীর্

গ. অপাদানে দ্বিতীয়া

ঘ. অপাদানে পঞ্চমী

সঠিক উত্তর: গ. অপাদানে দ্বিতীয়া

২৩। ‘পাপে বিরত হও’-বাক্যটিতে ‘পাপে’ কোন কারক?

ক. কমর্ কারক

খ. করণ কারক

গ. অপাদান কারক

ঘ. অধিকরণ কারক

সঠিক উত্তর: গ. অপাদান কারক

২৪। ‘ট্রেন ঢাকা ছাড়ল’-‘ঢাকা’ পদটি কোন কারক?

ক. অপাদান

খ. কমর্

গ. অধিকরণ

ঘ. করণ

সঠিক উত্তর: ক. অপাদান

শব্দ গঠন

১। গঠনগত দিক থেকে শব্দ কয় শ্রেণিতে বিভক্ত?

ক. দুই

খ. তিন

গ. চার

ঘ. পঁাচ

সঠিক উত্তর: ক. দুই

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<19847 and publish = 1 order by id desc limit 3' at line 1