বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

বেশি ভিটামিন ও মিনারেল পাওয়া যায়Ñ
মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগুড়া য়
  ০৩ নভেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান থেকে গুরুত্বপূণর্ শূন্যস্থান পূরণ দেয়া হলো।

শূন্যস্থান পূরণ

১৬৮। কাঠ পোড়ানোর সময় অক্সিজেনের অভাব হলে বায়ুর Ñ উপাদান উৎপন্ন হয়।

উত্তর : কাবর্ন মনোক্সাইড

১৬৯। মোটরগাড়ি Ñ দূষিত করে।

উত্তর : বায়ু

১৭০। ভাত শরীরে Ñ উৎপাদনে ভ‚মিকা রাখে।

উত্তর : শক্তি

১৭১। পানি ও বায়ু হলো Ñ।

উত্তর : পদাথর্

১৭২। বালু ও লোহার গুঁড়োর মিশ্রণ থেকে তুমি Ñ দিয়ে লোহার গুঁড়োকে আলাদা করবে।

উত্তর : চুম্বক দÐ

১৭৩। বেশি ভিটামিন ও মিনারেল পাওয়া যায় Ñ।

উত্তর : ফল ও সবজিতে

১৭৪। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রæত তথ্য বা সংবাদ পাঠাতে ব্যবহার করা হয় Ñ।

উত্তর : ইন্টারনেট

১৭৫। পাওয়ার টিলার Ñ ক্ষেত্রের প্রযুক্তি।

উত্তর : কৃষি

১৭৬। দিন ও রাতের দৈঘর্্য Ñ দ্বারা প্রভাবিত নয়।

উত্তর : প্রযুক্তির

১৭৭। তুমি তোমার এলাকার মানুষকে Ñ রঙের নলক‚পের পানি পান করতে নিষেধ করবে।

উত্তর : লাল

১৭৮। অনেক তথ্য অল্প জায়গায় ও সহজে বহন করার জন্য ব্যবহার করা হয় Ñ।

উত্তর : পেনড্রাইভ

১৭৯। কাশফুল ফোটে Ñ ঋতুতে।

উত্তর : শরৎ

১৮০। কমলালেবু Ñ ফল।

উত্তর : শীতকালীন

১৮১। মাছ Ñ সাহায্যে শ্বাসকাযর্ চালায়।

উত্তর : ফুলকার

১৮২। সামুদ্রিক মাছে Ñ প্রচুর পরিমাণে পাওয়া যায়।

উত্তর : আয়োডিন

১৮৩। মানুষের দেহ Ñ পরিবাহী।

উত্তর : বিদ্যুৎ

১৮৪। পঁাচড়া Ñ রোগ।

উত্তর : ছেঁায়াচে

১৮৫। বিষধর সাপের বিষদঁাত থাকে Ñ টি।

উত্তর : দুই

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<20597 and publish = 1 order by id desc limit 3' at line 1