বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

মাটিদূষণের জন্য দায়ী Ñ
মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগুড়া য়
  ০৬ নভেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান থেকে গুরুত্বপূণর্ শূন্যস্থান পূরণ দেয়া হলো।

১৮৬। লেবুর রস Ñ তৈরির উপাদান নয়।

উত্তর : স্যালাইন

১৮৭। জন্ডিস Ñ রোগ।

উত্তর : যকৃতের

১৮৮। আদমশুমারি Ñ বছর অন্তর হয়।

উত্তর : ১০ বছর

১৮৯। প্রাণী নিজের Ñ নিজে তৈরি করতে পারে না।

উত্তর : খাদ্য

১৯০। সূযের্র তাপে পানি Ñ পরিণত হয়।

উত্তর : বাষ্পে

১৯১। Ñ ফুডে খাদ্য অঁাশ নেই।

উত্তর : জাঙ্ক

১৯২। সব উৎসের পানি Ñ নয়।

উত্তর : নিরাপদ

১৯৩। চঁাদের নিজস্ব Ñ নেই।

উত্তর : আলো

১৯৪। শরীরের ভেতরে ভাঙা হাড়কে শনাক্ত করতে Ñ ব্যবহার করা হয়।

উত্তর : এক্স-রে

১৯৫। মাটিদূষণের জন্য দায়ী Ñ।

উত্তর : প্লাস্টিক

১৯৬। বন্যা Ñ দূষণের প্রাকৃতিক কারণ।

উত্তর : পরিবেশ

১৯৭। পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রাপ্ত জ্ঞানকে Ñ বলা হয়।

উত্তর : বিজ্ঞান

১৯৮। সূযের্র Ñ আলো আছে।

উত্তর : নিজের

১৯৯। ক্লোরোফিলের সহায়তায় সূযের্র আলো ও পানির সাহায্যে Ñ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়।

উত্তর : সালোকসংশ্লেষণ

২০০। উদ্ভিদ কাবর্ন ডাই-অক্সাইড গ্রহণ করে ও Ñ বায়ুতে ছাড়ে।

উত্তর : অক্সিজেন

২০১। পৃথিবীর সব প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে Ñ ওপর নিভর্রশীল।

উত্তর : উদ্ভিদের

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<21100 and publish = 1 order by id desc limit 3' at line 1