শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জবিতে ভতির্ শুরু ১১ নভেম্বর

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ০৭ নভেম্বর ২০১৮, ০০:০০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৮-১৯ শিক্ষাবষের্ স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবষের্র ভতির্র কাযর্ক্রম ১১ নভেম্বর থেকে শুরু হবে। ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্টার প্রকৌশলী ড. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইউনিট ১, ২ ও ৩-এর প্রথম মেধাতালিকায় নাম থাকা পরীক্ষাথীের্দর মধ্যে মনোনয়নপ্রাপ্তদের ১১-১৫ নভেম্বরের মধ্যে ও বিশেষ ইউনিটে মনোনয়নপ্রাপ্তদের ১৮-২২ নভেম্বরের মধ্যে শিওরক্যাশের (ঝঁৎবঈধংয) মাধ্যমে ভতির্ ফির টাকা জমা দিতে হবে। টাকা জমা দেয়ার পর ইউনিট ১,২,৩-এ মনোনয়নপ্রাপ্তদের ১১-১৬ নভেম্বর ও বিশেষ ইউনিটে মনোনয়নপ্রাপ্তদের ১৮-২৩ নভেম্বরের মধ্যে ওয়েবসাইট থেকে প্রিন্টকৃত ও স্বাক্ষরিত আবেদন ফরম, প্রবেশপত্র, সত্যায়িত কপিসহ এসএসসির মূল সনদপত্র ও নম্বরপত্র এবং এইচএসসির মূল সনদপত্র, নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কাডর্, ২ কপি পাসপোটর্ সাইজের ছবি, প্রশংসাপত্র মনোনয়নপ্রাপ্ত বিভাগে জমা দিতে হবে। আসন শূন্য থাকা-সাপেক্ষে ইউনিট ১, ২, ৩-এ ১৮ ও ২৫ নভেম্বর এবং ২ ডিসেম্বর যথাক্রম ২য়, ৩য় ও ৪থর্ দফায় ভতির্ আহŸান করা হবে এবং বিশেষ ইউনিটে ২৫ নভেম্বর ও ২ ডিসেম্বর যথাক্রমে ২য় ও ৩য় দফায় ভতির্ আহŸান করা হবে। ভতির্সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.িলহঁ.ধপ.নফ) পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<21233 and publish = 1 order by id desc limit 3' at line 1