শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান

পাতার মাধ্যমে পানি নিগর্মন প্রক্রিয়াকে কী বলে?
রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
  ০৯ নভেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে বহুনিবার্চনি প্রশ্নের মডেল টেস্ট দেয়া হলো।

মডেল টেস্ট

বহুনিবার্চনি প্রশ্ন পূণর্মান : ৩০

১। উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নিগর্মন প্রক্রিয়াকে কী বলে?

ক) ব্যাপন খ) অভিস্রবণ

গ) প্রস্বেদন ঘ) ইমবাইবিশন

২। মূলরোম দ্বারা পানিতে দ্রবীভ‚ত খনিজ লবণ সবর্প্রথম কোথায় পৌছে?

ক) কাÐে খ) পাতায়

গ) ফ্লোয়ামে ঘ) জাইলেমে

৩। নিচের কোনটিতে ব্যাপন প্রক্রিয়া সম্পন্ন হয়?

ক) ইমবাইবিশন খ) প্রস্বেদন

গ) পানি শোষণ ঘ) খনিজ লবণ শোষণ

৪। সূযর্ নিজ অক্ষের ওপর কত দিনে একবার আবতর্ন করে?

ক) ২০ খ) ২৫

গ) ২৯ ঘ) ৩০

৫। পৃথিবীর সকল মহাসাগরে সকল গভীরতায় দেখা যায় কোনটি?

ক) তারামাছ খ) হাইড্রা

গ) ঝিনুক ঘ) অক্টোপাস

৬। কোন প্রাণীর দেহ ছিদ্রময়?

ক. হাইড্রা খ. অ্যামিবা

গ. স্কাইফা ঘ. শামুক

৭। কোনটিতে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে?

ক. ইস্ট খ. শুক্রাশয়

গ. মুকুল ঘ. ডিম্বাশয়

৮। ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া?

ক. ভৌত খ. জৈবিক

গ. রাসায়নিক ঘ. শোষণ

৯। গ্রেগর জোহান মেন্ডেল মৃত্যুবরণ করেন কত সালে?

ক) ১৮৬৪ খ) ১৮৭৪

গ) ১৮৮৪ ঘ) ১৮৯৪

১০। কোনটির অভাবে কিটোসিস নামক রোগ হয়?

ক) স্নেহ খ) শকর্রা

গ) আমিষ ঘ) ভিটামিন

১১। বায়ুমÐলকে কিসের অংশ হিসেবে বিবেচনা করা হয়?

ক. চঁাদ খ. পৃথিবী

গ. সূযর্ ঘ. তারা

১২।কোনটি সুন্দরবনের বনাঞ্চলের উদ্ভিদ?

ক. মেহগনি খ. কড়ই

গ. সুপারি ঘ. গোলপাতা

১৩। কোনটি গুচ্ছ ফল?

ক) আম খ) শরিফা

গ) কঁাঠাল ঘ) আনারস

১৪। কোনটি পলিস্যাকারাইড?

র) গøাইকোজেন

রর) গøুকোজ

ররর) সুক্রোজ

নিচের কোনটি সঠিক?

ক) র, রর খ) রর, ররর

গ) রর, ররর ঘ) র, রর, ররর

১৫। পরিবেশের জন্য প্রয়োজনীয় শক্তির মূল উৎস কোনটি?

ক) প্রাকৃতিক শক্তি

খ) ভৌত পরিবেশ

গ) বায়োম

ঘ) বাস্তসংস্থান

১৬। একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সবোর্চ্চ কয়টি ইলেকট্রন থাকে?

ক) ২ খ) ৮

গ) ১৮ ঘ) ৩২

১৭। ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত?

ক) ১ খ) ২

গ) ৩ ঘ) ৪

১৮। অরীয় প্রতিসম প্রাণী কোনটি?

ক) শামুক খ) আরশোলা

গ) টিকটিকি ঘ) তারামাছ

১৯। কলয়েডধমীর্ পানি গ্রাহী পদাথর্Ñ

ক) ভ‚প্রাকৃতিক পরিবেশ

খ) ভৌত পরিবেশ

গ) বায়োম

ঘ) বাস্তুসংস্থান

২০। মাইটোসিস বিভাজন প্রক্রিয়া শুরুর আগের অবস্থা হলোÑ

ক) প্রোফেজ খ) ইন্টারফেজ

গ) অ্যানাফেজ ঘ) মেটাফেজ

২১। স্পিন্ডল যন্ত্রের তন্তুর বিস্তৃতির ক্ষেত্রে কোনটি সঠিক?

ক) উত্তর-দক্ষিণ মেরু

খ) দক্ষিণ-দক্ষিণ মেরু

গ) পূবর্-পশ্চিম মেরু

ঘ) পশ্চিম-পূবর্ মেরু

২২। প্রাণীর বিভিন্নতা নিভর্র করে কোনটির ওপর?

ক) পরিবেশের বৈচিত্র্য

খ) জীববৈচিত্র্য

গ) শ্রেণি বিন্যাস

ঘ) প্রাণী বৈচিত্র্য

২৩। প্রস্বেদনের অপর নাম কী?

ক. নিরুদন

খ. প্রত্যাগমন

গ. বাষ্পমোচন

ঘ. বিগলন

২৪। শিখা অঙ্গটি দেখা যায় কোন প্রাণীটির দেহে?

ক) স্কাইফা

খ) হাইড্রা

গ) ফিতাকৃমি

ঘ) গোলকৃমি

২৫। যকৃৎকুমির দেহÑ

র) কিউটিকল দ্বারা আবৃত

রর) শিখা কোষবিহীন

ররর) চ্যাপ্টা

নিচের কোনটি সঠিক?

ক) র, রর খ) রর, ররর

গ) র ঘ) ররর

২৬। কোনটি উভয় লিঙ্গ প্রাণী?

ক) কেঁচো খ) জেঁাক

গ) তারামাছ ঘ) ফিতাকৃমি

২৭। উদ্ভিদের মধ্য দিয়ে পানি চলাচলের কারণÑ

র. শোষণ চাপ

রর. প্রস্বেদনের টান

ররর. মূলজ চাপ

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. র ও রর ঘ. র, রর ও ররর

২৮। পিঁয়াজ কোন ধরনের রূপান্তরিত কাÐ?

ক. কন্দ খ. টিউবার

গ. রাইজোম ঘ. স্টোলন

২৯। ফুলের সবর্ বাহিরের স্তবক বৃতির বণর্ কীরূপ?

ক. লাল খ. সবুজ

গ. সাদা ঘ. গোলাপি

৩০। কোন অঙ্গটি ছঁাকনির কাজ করে?

ক. যকৃৎ খ. বৃক্ক

গ. ফুসফুস ঘ. পাকস্থলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<21558 and publish = 1 order by id desc limit 3' at line 1