logo
রোববার ১৮ আগস্ট, ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬

  মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগুড়া য়   ০৯ নভেম্বর ২০১৮, ০০:০০  

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

নিজস্ব আলো নেইÑ

প্রাথমিক বিজ্ঞান
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান থেকে গুরুত্বপূণর্ শূন্যস্থান পূরণ দেয়া হলো।

শূন্যস্থান পূরণ

১৫। আয়তনে চঁাদ পৃথিবীর Ñ ভাগের এক অংশ।

উত্তর : পঞ্চাশ

১৬। Ñ কোনো নিজস্ব আলো নেই।

উত্তর : চঁাদের

১৭। পৃথিবীর বিভিন্ন জায়গায় দিন ও রাত্রি হয় Ñ গতির ফলে।

উত্তর : আহ্নিক

১৮। পৃথিবীর সূযের্র চারপাশে Ñ দিন Ñ ঘণ্টায় একবার চক্রাকারে ঘুরে আসে।

উত্তর : ৩৬৫, ৬

১৯। যে পথে পৃথিবী সূযের্ক প্রদক্ষিণ করে তা Ñ।

উত্তর : উপবৃত্তাকার

২০। পৃথিবীর মেরুরেখাটি কক্ষের সাথে Ñ ডিগ্রি কোন করে আছে।

উত্তর : ৬৬

২১। চঁাদ একটি Ñ।

উত্তর : উপগ্রহ

২২। পৃথিবী Ñ অক্ষের ওপরে ঘুরপাক খায়।

উত্তর : নিজ

২৩। পৃথিবীর বাষির্ক গতির জন্য Ñ পরিবতর্ন হয়।

উত্তর : ঋতু

২৪। গ্যালাক্সি সৌরজগতের Ñ নয়।

উত্তর : বস্তু

২৫। গ্যালিলিও Ñ ব্যবহার করে গ্রহদের সম্পকের্ নতুন তথ্য উদঘাটন করেন।

উত্তর : টেলিস্কোপ

২৬। বিজ্ঞানী Ñ পৃথিবীর ঘূণর্ন সম্পকের্ সঠিক তথ্য দেন।

উত্তর : কোপানির্কাস

২৭। পৃথিবীর নিকটতম নক্ষত্র Ñ।

উত্তর : সূযর্

২৮। আয়তনে চঁাদ পৃথিবীর Ñ ভাগ।

উত্তর : পঞ্চাশ ভাগের এক

২৯। Ñ গতির কারণে পৃথিবীতে দিন ও রাত হয়।

উত্তর : আহ্নিক

৩০। সূযর্ পৃথিবীর থেকে অনেক Ñ।

উত্তর : বড়

৩১। Ñ আলোয় চঁাদ আলোকিত হয়।

উত্তর : সূযের্র

৩২। পৃথিবীর নিজ অক্ষরেখার ওপর ঘূণর্ন গতিকেই Ñ গতি বলে।

উত্তর : আহ্নিক

৩৩। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় Ñ ঋতু দেখা যায়।

উত্তর : বিভিন্ন

৩৪। Ñ ষড়ঋতুর দেশ।

উত্তর : বাংলাদেশ

৩৫। ঋতু পরিবতের্নর পেছনের কারণ হচ্ছে পৃথিবীর Ñ গতি।

উত্তর : বাষির্ক

৩৬। বাষির্ক গতির জন্য দিন-রাত্রির Ñ ঘটে।

উত্তর : হ্রাস-বৃদ্ধি

৩৭। তাপের তারতম্যের কারণেই Ñ পরিবতর্ন হয়।

উত্তর : ঋতু

৩৮। পৃথিবী আমাদের Ñ।

উত্তর : বাসভ‚মি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে