logo
শুক্রবার ২৩ আগস্ট, ২০১৯, ৮ ভাদ্র ১৪২৬

  শিক্ষা জগৎ ডেস্ক য়   ০৯ নভেম্বর ২০১৮, ০০:০০  

জানার আছে অনেক কিছু

জানার  আছে অনেক  কিছু
প্রশ্ন : ঢাকার নামকরণ করা হয় কী থেকে?

উত্তর:ঢাকেশ্বরী দুগর্ থেকে

প্রশ্ন : জাহাঙ্গীরনগর নামকরণ করেন কে?

উত্তর :সুবেদার ইসলাম খঁা

প্রশ্ন : উধপপধ থেকে উযধশধ করা হয় কত সালে?

উত্তর :১৯৮২সালে

প্রশ্ন : স্বাধীনতার পূবের্ ঢাকা রাজধানী হয় কত বার?

উত্তর :৪ বার

প্রশ্ন : ঢাকায় ১ম রাজধানী স্থাপন করেন কে?

উত্তর : সুবেদার ইসলাম খঁা

প্রশ্ন : ঢাকা গেট তৈরি করেন কে?

উত্তর : মীর জুমলা

প্রশ্ন : ছোট কাটরা তৈরি করেন কে?

উত্তর : শায়েস্তা খঁা

প্রশ্ন : বড় কাটরা তৈরি করেন কে?

উত্তর : শাহ সুজা

প্রশ্ন : লালবাগ দুগের্র পূবর্ নাম কী?

উত্তর : আওরঙ্গবাদ দুগর্

প্রশ্ন : লালবাগ দুগের্ সিপাহী বিদ্রোহ হয় কত সালে?

উত্তর : ১৮৫৭ সালে।

প্রশ্ন : হোসেনী দালান নিমার্ণ করেন কে?

উত্তর : মীর মুরাদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে