বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

‘ক্র্যাক’ প্লাটুন
সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারী মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর য়
  ১০ নভেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনিবার্চনি প্রশ্নের মডেল টেস্ট দেয়া হলো।

মডেল টেস্ট

বহুনিবার্চনি প্রশ্ন পূণর্মান : ৩০

১। কোন তারিখে ব্রিটিশ পালাের্মন্টে ভারত শাসন আইন পাস হয়?

(ক) ১৮৫৮ সালের ২ আগস্ট

(খ) ১৮৫৮ সালের ২ সেপ্টেম্বর

(গ) ১৮৫৮ সালের ২ অক্টোবর

(ঘ) ১৮৫৮ সালের ২ নভেম্বর

২। ১৯৭১ সালে অসহযোগ আন্দোলন আরও বেগবান হয়Ñ

(র) ছাত্র সংগ্রাম পরিষদ গঠনে

(রর) শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে

(ররর) নিয়মিত মিছিল-মিটিংয়ে

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও :

তারিক পিতা-মাতার আদরের সন্তান। ইদানীং তার আচরণে পরিবতর্ন দেখা যাচ্ছে। স্কুলে না গিয়ে সে লুকিয়ে লুকিয়ে ধূমপান করে এবং টাকার জন্য মাকে প্রায়ই উত্ত্যক্ত করে।

৩। তারেকের আচরণটিতে কী প্রকাশ পায়?

(ক) শিশু অপরাধ (খ) মূল্যবোধের অবক্ষয়

(গ) মাদকাসক্তি (ঘ) নিঃসঙ্গতা

৪। উদ্দীপকে বণির্ত তারেকের আচরণের ফলেÑ

(র) বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেবে

(রর) মানসিক স্বাস্থ্যের তেমন পরিবতর্ন হবে না

(ররর) সামাজিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

৫। জাতিসংঘের পতাকায় জলপাই পাতা কীসের প্রতীক?

(ক) সমঝোতার (খ) সৌহাদ্যের

(গ) নেতৃত্বের (ঘ) শান্তির

৬। শারীরিক-মানসিক ত্রæটি বা বৈকল্য শিশু মনে কীসের জন্ম দেয়?

(ক) হীনমন্যতার (খ) হতাশার

(গ) অবহেলার (ঘ) অপরাধের

৭। বাংলাদেশের সংবিধান এ পযর্ন্ত কতবার সংশোধিত হয়েছে?

(ক) ৫ বার (খ) ১০ বার

(গ) ১৫ বার (ঘ) ২০ বার

৮। ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কত সালে হয়েছিল?

(ক) ১১৭৬ সালে (খ) ১২৭৬ সালে

(গ) ১৩৭৬ সালে (ঘ) ১৪৭৬ সালে

৯। ‘ক্র্যাক’ প্লাটুন হলোÑ

(ক) গেরিলা দল (খ) নৌ সেনা

(গ) বিশেষ বাহিনী (ঘ) বিমান বাহিনী

১০। বঙ্গভঙ্গ কাযর্কর হয় কতসালে?

(ক) ১৯০২ সালে (খ) ১৯০৩ সালে

(গ) ১৯০৪ সালে (ঘ) ১৯০৫ সালে

অনুচ্ছেদটি পড়ে ১১ এবং ১২নং প্রশ্নের উত্তর দাও:

বতর্মান বিশ্বের সবাির্ধক জনপ্রিয় শাসনব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। এই শাসনব্যবস্থায় বিভিন্ন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান। যার একটি ধরন নিয়ে আমাদের দেশ পরিচালিত হচ্ছে।

১১। আমাদের দেশে কোন ধরনের গণতান্ত্রিক সরকার রয়েছে?

(ক) রাষ্ট্রপতি শাসিত সরকার

(খ) মন্ত্রিপরিষদ শাসিত সরকার

(গ) যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক সরকার

(ঘ) অনিবাির্চত সরকার

১২। উক্ত সরকার ব্যবস্থায়Ñ

(র) সরকারপ্রধান হলেন রাষ্ট্রপতি

(রর) শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী

(ররর) সরকারপ্রধান দÐ মওকুফের ক্ষমতা রাখেন

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

১৩। মানুষ আজ ঘরে বসেই পৃথিবীর নানা অভিজ্ঞতা অজর্ন করতে পারছেÑ

(র) গণমাধ্যম ব্যবহার করে

(রর) তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও স্যাটেলাইট যোগাযোগব্যবস্থার মাধ্যমে

(ররর) ভাষাগত প্রতিবন্ধকতার মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) রর

(গ) রর ও ররর (ঘ) র ও রর

১৪। বিশ্বস্বাস্থ্য সংস্থা কতসালে গঠিত হয়?

(ক) ১৯৪৫ সালে (খ) ১৯৪৬ সালে

(গ) ১৯৪৭ সালে (ঘ) ১৯৪৮ সালে

১৫। মুক্তি বাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন?

(ক) কনের্ল আব্দুর রব

(খ) জেনারেল ওসমানী

(গ) একে খন্দকার

(ঘ) কেএম শফিউল্লাহ

১৬। শশাঙ্কের মৃত্যু পরবতীর্ একশত বছরকে মাৎস্যন্যায়ের যুগ বলা হয়। কারণ তখনÑ

(র) দেশের সবর্ত্র বিশৃঙ্খলা বিরাজ করত

(রর) বড় মাছ ছোট মাছকে ধরে খেয়ে ফেলত

(ররর) শাসকবগর্ সুশাসনে অক্ষম ছিল

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও ররর

(গ) র ও রর (ঘ) র, রর ও ররর

১৭। বাংলাদেশ কত সালে ওআইসির সদস্য পদ লাভ করে?

(ক) ১৯৭২ সালে (খ) ১৯৭৩ সালে

(গ) ১৯৭৪ সালে (ঘ) ১৯৭৫ সালে

১৮। লীগ অব নেশনস কত সালে গঠিত হয়?

(ক) ১৯১৪ সালে (খ) ১৯১৮ সালে

(গ) ১৯২০ সালে (ঘ) ১৯৪৫ সালে

১৯। জাপানে কিশোর অপরাধের বয়সসীমা কত?

(ক) ৭-১৬ বছর (খ) ৭-১৮ বছর

(গ) ১৩-১৯ বছর (ঘ) ১৪-২০ বছর

২০। বায়ুমÐলে গ্রিন হাউস গ্যাস বাড়ছেÑ

(র) প্রাকৃতিক বিপযের্য়র কারণে

(রর) এয়ার কন্ডিশনারের কারণে

(ররর) রাসায়নিক ও কীটনাশক ব্যবহারের কারণে

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

২১। আমাদের দেশে কিশোর অপরাধের প্রধান কারণ কী?

(ক) দারিদ্র্য (খ) আদর যতেœর অভাব

(গ) বিবাহ বিচ্ছেদ (ঘ) চিত্তবিনোদনের অভাব

২২। সামাজিকীকরণ প্রক্রিয়া চলতে থাকেÑ

(ক) শৈশব থেকে কৈশোর পযর্ন্ত

(খ) কৈশোর থেকে যৌবন পযর্ন্ত

(গ) যৌবন থেকে প্রৌঢ় পযর্ন্ত

(ঘ) শৈশব থেকে মৃত্যু পযর্ন্ত

২৩। সাধারণত দীঘের্ময়াদি ও ভারী বৃষ্টিপাতের কারণে কোন দুযোর্গ ঘটে থাকে?

(ক) সুনামি (খ) ঘূণির্ঝড়

(গ) ভ‚মিকম্প (ঘ) ভ‚মিধস

অনুচ্ছেদটি পড়ে ২৪ এবং ২৫নং প্রশ্নের উত্তর দাও:

ভোলা মাঝি নৌকা বাইছে আর মনের সুখে গলা ছেড়ে গান গাইছে / ‘মন মাঝি তোর বৈঠা নেরে

আমি আর বাইতে পারলাম না’

২৪। ভোলা মাঝি কোন ধরনের গান গাইছেন?

(ক) মুশির্দী (খ) দেশাত্মবোধক

(গ) ভাটিয়ালি (ঘ) বাউল

২৫। ভোলা মাঝির গানের মধ্যে কোনটি বেশি প্রকাশ পেয়েছে?

(ক) আধ্যাত্মিক সাধনা

(খ) শিল্প-সাহিত্যের চচার্

(গ) নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য

(ঘ) নৈসগির্ক অবস্থা

২৬। কখন মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে?

(ক) ১০ এপ্রিল ১৯৭১

(খ) ১৩ এপ্রিল ১৯৭১

(গ) ১৭ এপ্রিল ১৯৭১

(ঘ) ২১ এপ্রিল ১৯৭১

২৭। মৌযের্দর পর ভারতে কোন বংশ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন?

(ক) পাল (খ) গুপ্ত

(গ) সেন (ঘ) আযর্

২৮। রাষ্ট্রের অপরিহাযর্ মৌলিক উপাদান কয়টি?

(ক) চারটি (খ) পঁাচটি

(গ) ছয়টি (ঘ) সাতটি

২৯। পাকিস্তানের রাজনীতিতে নতুন সংকট সৃষ্টি হয় কেন?

(ক) ইয়াহিয়া কতৃর্ক জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করায়

(খ) ভুট্টো কতৃর্ক জাতীয় পরিষদের অধিবেশন আহŸান করায়

(গ) টিক্কা খান কতৃর্ক গণহত্যার পরিকল্পনা করায়

(ঘ) জাতীয় নেতাদের আটক করার পরিকল্পনার জন্য

৩০। কাজর্ন হল নিমার্ণ করা হয়েছিল কেন?

(ক) বিচারকাযর্ পরিচালনার জন্য

(খ) বসবাসের জন্য

(গ) অফিস হিসেবে ব্যবহারের জন্য

(ঘ) সৌন্দযের্র জন্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<21688 and publish = 1 order by id desc limit 3' at line 1