শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

মহাবিশ্বে রয়েছে অসংখ্যÑ
মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগুড়া য়
  ১০ নভেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান থেকে গুরুত্বপূণর্ শূন্যস্থান পূরণ দেয়া হলো।

শূন্যস্থান পূরণ

৩৯। মহাবিশ্বের একটি অতি Ñ কণা হলো পৃথিবী।

উত্তর : ক্ষুদ্র

৪০। মহাবিশ্বের অধিকাংশ Ñ ফঁাকা।

উত্তর : স্থান

৪১। মহাবিশ্বে আমাদের পরিচিত একটি Ñ হলো সৌরজগৎ।

উত্তর : জগৎ

৪২। সূযর্ও তার আটটি Ñ নিয়ে এই সৌরজগৎ গঠিত।

উত্তর : গ্রহ

৪৩। মহাবিশ্বে রয়েছে অসংখ্য Ñ।

উত্তর : নক্ষত্র

৪৪। নক্ষত্র একত্রে ছায়পথ বা Ñ তৈরি করে।

উত্তর : গ্যালাক্সি

৪৫। Ñ হচ্ছে আবিষ্কৃত মহাবিশ্বের একমাত্র বাসযোগ্য গ্রহ।

উত্তর : পৃথিবী

৪৬। পৃথিবীর একটি Ñ রয়েছে।

উত্তর : উপগ্রহ

৪৭। মহাবিশ্ব প্রতিনিয়তই Ñ হচ্ছে।

উত্তর : সম্প্রসারিত

৪৮। নতুন গ্রহ নক্ষত্রের খেঁাজে Ñ এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন।

উত্তর : বিজ্ঞানীরা

৪৯। সূযর্ একটি উজ্জ্বল Ñ।

উত্তর : নক্ষত্র

৫০। পৃথিবীর সঙ্গে Ñ সম্পকর্ অত্যন্ত ঘনিষ্ঠ।

উত্তর : সূযের্র

৫১। সূযর্ থেকেই Ñ উৎপত্তি।

উত্তর : পৃথিবীর

৫২। সূযের্ কোনো কঠিন বা Ñ পদাথর্ নেই।

উত্তর : তরল

৫৩। Ñ খুবই উজ্জ্বল এবং অত্যন্ত উত্তপ্ত।

উত্তর : সূযর্

৫৪। সূযের্র প্রধান Ñ হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস।

উত্তর : উপাদান

৫৫। Ñ কেন্দ্র করেই পৃথিবী নানা ধরনের গতিতে আবতর্ন করে।

উত্তর : সূযের্ক

৫৬। সূযর্ থেকেই আমরা আমাদের সব Ñ পাই।

উত্তর : শক্তি

৫৭। পৃথিবীতে জীবের উদ্ভব ও বিকাশ সম্ভব হয়েছে Ñ কারণে।

উত্তর : সূযের্র

৫৮। Ñ নিজ অক্ষের চারদিকে ঘুরছে।

উত্তর : পৃথিবী

৫৯। পৃথিবীর যে অংশ সূযের্র কাছাকাছি থাকে সে অংশ Ñ ও Ñ বেশিক্ষণ ধরে পায়।

উত্তর : তাপ, আলো

৬০। পৃথিবীর উত্তর গোলাধের্ Ñ দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয়।

উত্তর : ২১ জুন

৬১। দক্ষিণ গোলাধের্ দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয় Ñ।

উত্তর : ২২ ডিসেম্বর

৬২। সূযের্ক কেন্দ্র করে ঘূণার্য়মান জ্যোতিষ্কমÐলীকে একত্রে Ñ বলে।

উত্তর : সৌরজগৎ

৬৩। Ñ সূযের্র নিকটতম গ্রহ।

উত্তর : বুধ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<21689 and publish = 1 order by id desc limit 3' at line 1