শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি জীববিজ্ঞান

সালোকসংশ্লেষণ
মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
  ০৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য জীববিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

অধ্যায়Ñ৪

১। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নিগর্ত হয় কোন গ্যাস?

উত্তর : কাবর্ন ডাই-অক্সাইড

২। শক্তির মূল উৎস কী?

উত্তর : সূযর্

৩। কোন যৌগকে জৈব মুদ্রা বলা হয়?

উত্তর : অঞচ

৪। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রথমে কী উৎপন্ন হয়?

উত্তর : অঞচ

৫। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কোন খাদ্য তৈরি করে?

উত্তর : শকর্রা

৬। সূযাের্লাক এবং জীবনের মধ্যে যোগসূত্র স্থাপনকারী প্রক্রিয়ার নাম কী?

উত্তর : সালোকসংশ্লেষণ

৭। বায়োএনাজিির্টক্স এর বাংলা অথর্ লিখ।

উত্তর : জীবনীশক্তি

৮। জীবদেহে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো কোন শক্তি দ্বারা পরিচালিত হয়?

উত্তর : জীবনীশক্তি

৯। শকর্রার ইংরেজি নাম কী?

উত্তর : কাবোর্হাইড্রেট

১০। সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে শকর্রা জাতীয় খাদ্য তৈরি করে?

উত্তর : সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়

১১। সালোকসংশ্লেষণ ঘটনের স্থান কোন টিস্যু?

উত্তর : প্যারেনকাইমা

১২। সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ কয়টি?

উত্তর : ৪টি

১৩। পানিতে কত ভাগ কাবর্ন ডাইঅক্সাইড থাকে?

উত্তর : ০.৩%

১৪। সালোকসংশ্লেষণের সময় অউচ কী গ্রহণ করে?

উত্তর : সৌরশক্তি

১৫। অঞচ এর তৃতীয় ফসফেট বন্ধনীতে কত ক্যালরি সৌরশক্তি আবদ্ধ হয়?

উত্তর : ৭৩০০ ক্যালরি

১৬। স্যার হ্যান্স কে ছিলেন?

উত্তর : প্রাণরসায়নবিদ

১৭। সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্যশক্তি ব্যবহার করে?

উত্তর : জৈব রসায়ন

১৮। অউচ ক্লোরোফিল ও সৌরশক্তির উপস্থিতিতে কী উৎপন্ন করে?

উত্তর : অঞচ

১৯। কোন উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি?

উত্তর : জলজ উদ্ভিদের

২০। বায়ুতে কাবর্ন ডাই-অক্সাইডের পরিমাণ কত?

উত্তর : ০.০৩%

২১। অঞচ ভেঙে কী উৎপন্ন হয়?

উত্তর : অউচ

২২। কোন চক্র সবুজ উদ্ভিদে কাবর্ন ডাই-অক্সাইড বিজারণের গতিপথ নয়?

উত্তর : ওয়াটসন ও ক্রিক চক্র

২৩। সবুজ উদ্ভিদের প্রস্তুতকৃত খাদ্য ব্যবহারের পর অবশিষ্ট খাদ্য কীসে সঞ্চিত থাকে?

উত্তর : পাতায় ২৪। ইরড়ষড়মরপধষ ঈড়রহ এর বাংলা অথর্ কী?

উত্তর : জৈবমুদ্রা

২৫। কোন প্রক্রিয়ায় আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তর : ফটোসিনথেসিস

২৬। কোন ধরনের শক্তি সালোকসংশ্লেষণের সময় অউচ গ্রহণ করে?

উত্তর : সৌরশক্তি

২৭। সালোকসংশ্লেষণের সময় অউচ সৌরশক্তি গ্রহণ করে অঞচ-তে পরিণত হওয়াকে কী বলে?

উত্তর : ফটোফসফোরাইলেশন

২৮। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোকশক্তি কী শক্তি উৎপন্ন করে?

উত্তর : রাসায়নিকশক্তি

২৯। সালোকসংশ্লেষণের সময় কী সৌরশক্তি গ্রহণ করে অঞচ-তে পরিণত হয়?

উত্তর : অউচ

৩০। অউচ এর পূণর্রূপ লিখ।

উত্তর : অফবহড়ংরহব ফরঢ়যড়ংঢ়যধঃব

৩১। কিটো এসিড কয় কাবর্নবিশিষ্ট যৌগ?

উত্তর : ৬

৩২। পত্ররন্ধ্রের মাধ্যমে সবুজ উদ্ভিদ বায়ু থেকে কী গ্রহণ করে?

উত্তর : কাবর্ন ডাই-অক্সাইড

৩৩। আম, লিচু, কলা প্রভৃতি কোন ধরনের উদ্ভিদ?

উত্তর : ঈ৩ উদ্ভিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<25635 and publish = 1 order by id desc limit 3' at line 1