শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জানার আছে অ নে ক কি ছু

“আমরা আসলে পবর্তশিখরকে জয় করি না। আমরা জয় করি নিজেদেরকেই।” -এডমুন্ড হিলারি
শিক্ষা জগৎ ডেস্ক
  ০৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

প্রশ্ন : কোন দেশের রাজধানীকে বিভক্ত রাজধানী বলে?

উত্তর : নেদারল্যান্ডস।

প্রশ্ন : কোন দেশের তিনটি রাজধানী?

উত্তর : দক্ষিণ আফ্রিকার।

প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটি কী কী?

উত্তর : প্রিটোরিয়া, কেপটাউন ও বøুমফনটেন।

প্রশ্ন : সৌরজগৎ সবর্প্রথম কে আবিষ্কার করেন?

উত্তর : কোপারনিকাস, ১৫৪০ সালে।

প্রশ্ন : সবর্প্রথম এভারেস্ট কে জয় করেন?

উত্তর : হিলারি তেনজিং, ১৯৫৩ সালে।

প্রশ্ন : সবর্প্রথম কোন মহিলা এভারেস্ট জয় করেন?

উত্তর : জনাকো তাবেই, ১৯৭৫ সালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<25765 and publish = 1 order by id desc limit 3' at line 1