বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
ক্যাডেট কলেজে ভতির্ প্রস্তুতি

গণিত

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
  ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে প্রশ্নোত্তর দেয়া হলো।

প্রশ্ন : ১, ২, ৩ অঙ্কগুলো ব্যবহার করে দুই অঙ্কবিশিষ্ট কয়টি সংখ্যা গঠন করা যায়?

উত্তর : (১২, ২১, ২৩, ৩২, ১৩, ৩১) মোট ছয়টি।

প্রশ্ন : এক অঙ্ক একবারের বেশি ব্যবহার না করে তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল কত?

উত্তর : ৮৮৫।

প্রশ্ন : সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ১ বিয়োগ করলে বিয়োগফল কত হয়?

উত্তর : ৯৯৯৯৯৯৮।

প্রশ্ন : অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্ক কোনটি?

উত্তর : ৯।

প্রশ্ন : ৪২০৫ সংখ্যাটিতে ০ (শূন্য) এর স্থানীয় মান কত?

উত্তর : ০ (শূন্য)।

প্রশ্ন : ৪২০৩ সংখ্যাটিতে ২ এবং ০-এর স্থানীয় মানের পাথর্ক্য কত?

উত্তর : ২০০।

প্রশ্ন : ৪২০৯ সংখ্যাটির ০-এর স্থানীয় মানের সাথে কত যোগ করলে ২-এর স্থানীয় মানের সমান হবে।

উত্তর : ২০০

প্রশ্ন : ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সমান হবে?

উত্তর : ১

প্রশ্ন : সাত অঙ্কবিশিষ্ট যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার প্রথম ৭ এবং শেষে ৬ আছে তাদের পাথর্ক্য কত?

উত্তর : ৯৯৯৯৯০

প্রশ্ন : যে সংখ্যাকে ভাগ করা হয়, তাকে কী বলে?

উত্তর : ভাজ্য

প্রশ্ন : ভাজ্য গুন ভাগফল = কী?

উত্তর : ভাজক

প্রশ্ন : কোন সংখ্যাকে ভাগ করলে যা অবশিষ্ট থাকে তাকে কী বলে?

উত্তর : ভাগশেষ

প্রশ্ন : কোনটি সত্য নয়?

উত্তর : ভাজক ০ হলে ভাগফল ০ হয়

প্রশ্ন : নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে সঠিক?

উত্তর : ভাগফল = ভাজ্য ´ ভাজক

প্রশ্ন : তিন সংখ্যার সমষ্টি ৩৩০ হলে তাদের গড় কত?

উত্তর : ১১০

প্রশ্ন : ৬টি সংখ্যার যোগফল ৫৭ হলে তাদের গড় কত?

উত্তর : ৯.৫

প্রশ্ন : কিছুসংখ্যক রাশি দেয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায়, তাকে রাশিগুলোর কী বলে?

উত্তর : গড়

প্রশ্ন : ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম হলে তাদের গড় ওজন কত?

উত্তর : ১৫৪ গ্রাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<27562 and publish = 1 order by id desc limit 3' at line 1