বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নবম ও দশম শ্রেণির পড়াশোনা

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়
  ১২ জুলাই ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বাগধারা নিয়ে আলোচনা করা হলো।

বাগধারার ব্যবহার

বাগধারা অথর্ বাক্যরচনা

ঘোড়া ডিঙিয়ে মধ্যবতীের্ক অতিক্রম - বড় বাবুকে না জানিয়ে বড় সাহেবকে বলা,

ঘাস খাওয়া করে কাজ করা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো।

চক্ষুদান করা চুরি করা - কে আমার কলমটার চক্ষুদান করল?

চাঁদের হাট আনন্দের প্রাচুযর্ - ধনেজনে চৌধুরী সাহেবের সংসার যেন চাঁদের হাট।

চিনির বলদ ভারবাহী কি ফল লাভের - সংসারে চিনির বলদের মতো খেটে মরছি, কিছুই পাই না।

অংশীদার নয়

চোখের বালি চক্ষুশূল - বখাটে ছেলেটা সকলের চোখের বালি।

চোখের পদার্ লজ্জা - তোমার দেখছি চোখের পদার্ নেই; কেমন করে এ কাজ করলে?

ছকড়া নকড় সস্তা দর - নিলামের মাল, তাই ছকড়া নকড়ায় বিক্রি হয়ে গেল।

ছাপোষা অত্যন্ত গরিব - আমার মতো ছাপোষা লোকের কোনো শখ থাকতে নেই।

ছিনিমিনি খেলা নষ্ট করা - পরের টাকায় ছিনিমিনি খেলতে লজ্জা করল না?

ছেলের হাতের মোয়া সহজলভ্য বস্তু - রতœহার ছেলের হাতের মোয়া নয় যে চাইলেই পাবে।

জগাখিচুড়ি পাকানো গোলমাল বাধানো - ব্যাপারটা জগাখিচুড়ি পাকিয়ে সে সরে পড়ল।

জিলাপির প্যঁাচ কুটিলতা - ভালোমানুষ মনে হলেও তার ভেতরে রয়েছে জিলাপির প্যঁাচ।

ঝোপ বুঝে কোপ মারা সুযোগ মতো কাজ করা - ঝোপ বুঝে কোপ মারতে পেরেছে বলেই সে কৃতকাযর্ হয়েছে।

টনক নড়া চৈতন্যোদয় হওয়া/ বুঝে ওঠা - ব্যবসায় ক্ষতি হতেই তার টনক নড়ল।

ঠাট বজায় রাখা অভাব চাপা রাখা - অভাবে পড়লেও তিনি ঠাট বজায় রেখে চলেছেন।

ঠোঁটকাটা বেহায়া - তোমার মতো ঠোঁট কাটা ছেলে আর দেখিনি, মুখের ওপর এ কথা বললে।

ঢাক ঢাক গুড় গুড় গোপন রাখার চেষ্টা - ঢাক ঢাক গুড় গুড় করে লাভ কী, ব্যাপারটা খুলে বল।

তালকানা বেতাল হওয়া - চোখে চশমা, আর চশমা খুঁজে বেড়াচ্ছে, আচ্ছা তালকানা লোক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<3037 and publish = 1 order by id desc limit 3' at line 1