logo
শুক্রবার ২১ জুন, ২০১৯, ৭ আষাঢ় ১৪২৬

  শিক্ষা জগৎ ডেস্ক   ১১ জানুয়ারি ২০১৯, ০০:০০  

জা না র আ ছে অ নে ক কি ছু

জা না র আ ছে অ নে ক কি ছু
প্রশ্ন : প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে যে প্রতিষ্ঠান দায়িত্ব পালন করে তার নাম কী?

উত্তর : ডিপিই।

প্রশ্ন : থ্রি-টাইগারস বলতে কোন কোন দেশকে বোঝায়?

উত্তর : জাপান, জামাির্ন ও ইতালি।

প্রশ্ন : বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর : ১৯৫২ সালে।

প্রশ্ন : পৃথিবী তৈরির প্রধান উপাদান কী?

উত্তর : অ্যালুমিনিয়াম।

প্রশ্ন : ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তগর্ত?

উত্তর : সিন্ধু হিন্দোল কাব্যের।

প্রশ্ন : যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা অসমান,তাদের কী বলা হয়?

উত্তর : ওংড়ঃড়হব

প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম জীবনীকাব্য কাকে অবলম্বন করে রচিত হয়?

উত্তর : শ্রীচৈতন্যদেবকে।

প্রশ্ন : পাবর্ত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?

উত্তর : ২ ডিসেম্বর, ১৯৯৭।

প্রশ্ন : হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কী ছিল?

উত্তর : গেস্টাপো।

প্রশ্ন : ২০১২ সালের ‘বিশ্ব শিশু পরিস্থিতি’ প্রতি বেদনের তথ্য অনুসারে বিশ্বে মেগাসিটির সংখ্যা কয়টি?

উত্তর : ২১টি।

প্রশ্ন : সাধারণত কোন সময়ে মঙ্গা দেখা দেয়?

উত্তর : ভাদ্র-আশ্বিন-কাতির্ক মাসে।

প্রশ্ন : উড পেন্সিলের সিসস তৈরি হয় কী দিয়ে?

উত্তর : গ্রাফাইট।

প্রশ্ন : বাংলাদেশের ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনের নাম কী?

উত্তর : ইন্টারনেট সাভির্স প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

প্রশ্ন : বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত?

উত্তর : ভাটিয়ারি, চট্টগ্রাম।
 • সর্বশেষ
 • সর্বাধিক পঠিত
close

উপরে