বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র)

নতুনধারা
  ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০
চাকমা সমাজে সবির্নম্ন সামাজিক প্রতিষ্ঠানÑ

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায়Ñ৪

২০. মৌসুমীদের বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলোÑ

র. ক্রস কাজিন বিবাহ নিষিদ্ধ

রর. সালিশের মাধ্যমে বিবাহবিচ্ছেদ হয়

ররর. বিয়ের পর নবদম্পতি স্ত্রীর মায়ের বাড়িতে থাকে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. রর ও ররর

২১. চাকমা রাজার ক্ষেত্রে প্রযোজ্য তথ্যÑ

র. তিনি উত্তরাধিকার সূত্রে নিবাির্চত

রর. তিনি সাকের্লপ্রধান

ররর. তিনি সমাজের ঐক্য ও সংহতির প্রতীক

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

২২. মারুফের ফেসবুক-বন্ধু সাকালা আফ্রিকার নাইজেরিয়ায় বাস করে, সাকালা হলোÑ

ক. ককেশয়েড

খ. নিগ্রোয়েড

গ. মঙ্গোলয়েড

ঘ. অস্ট্রালয়েড

সঠিক উত্তর : খ. নিগ্রোয়েড

২৩. চাকমা সমাজে সবির্নম্ন সামাজিক প্রতিষ্ঠান কোনটি?

ক. গোত্র

খ. আদাম

গ. পরিবার

ঘ. মৌজা

সঠিক উত্তর : গ. পরিবার

২৪. সঁাওতালদের গ্রাম দেবতার নাম হলোÑ

ক. মজি

খ. মারাং বুরো

গ. পরগনায়েত

ঘ. নোকনা

সঠিক উত্তর : খ. মারাং বুরো

২৫. শারীরিক দিক থেকে খাসিয়াদের সঙ্গে মিল রয়েছেÑ

ক. গারোদের

খ. মারমাদের

গ. রাখাইনদের

ঘ. কোচদের

সঠিক উত্তর : ক. গারোদের

অধ্যায়-৫

১. পলাশী যুদ্ধ হয় কত সালে?

ক. ১৬৪৭

খ. ১৭৫৭

গ. ১৮৫৭

ঘ. ১৯৪৭

সঠিক উত্তর : খ. ১৭৫৭

২. ১৯০৫ সালে কোন আইন হয়?

ক. বঙ্গভঙ্গ

খ. চিরস্থায়ী বন্দোবস্ত

গ. জমিদারি আইন

ঘ. চুক্তি

সঠিক উত্তর : ক. বঙ্গভঙ্গ

৩. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক. ১৭৯৩

খ. ১৮৫৭

গ. ১৯০৬

ঘ. ১৯৬৬

সঠিক উত্তর : গ. ১৯০৬

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

১৯৫২ সালের ৩০ জানুয়ারি ঢাকায় সবর্দলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এ পরিষদের মাধ্যমে সবার্ত্মক আন্দোলন শুরু হয়।

৪. ওই আন্দোলনে শহীদ হনÑ

ক. আসাদুজ্জামান আসাদ

খ. রফিক

খ. ড. সামসুজ্জোহা

ঘ. ডা. মিলন

সঠিক উত্তর : খ. রফিক

৫. আন্দোলনটির গুরুত্ব রয়েছেÑ

র. বাঙালি জাতীয়তাবাদ উদ্ভবের ক্ষেত্রে

রর. অধিকার সচেতন হতে

ররর. জাতীয় ঐক্য সংহতি রক্ষায়

কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

৬. লাহোর প্রস্তাব উপস্থাপন করেন কে?

ক. মোহাম্মদ আলী জিন্নাহ

খ. একে ফজলুল হক

গ. মওলানা ভাসানী

ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সঠিক উত্তর : খ. একে ফজলুল হক

৭. পাকিস্তানের জন্ম হয় ১৯৪৭ সালের?

ক. ১৫ আগস্ট

খ. ১০ আগস্ট

গ. ১৪ আগস্ট

ঘ. ১৯ আগস্ট

সঠিক উত্তর : গ. ১৪ আগস্ট

৮. ছয় দফার অন্তভুর্ক্ত ছিল কোনটি?

র. বাংলাদেশ প্রতিষ্ঠা

রর. দুই অঞ্চলের জন্য আলাদা মুদ্রা চালু

ররর. প্রাদেশিক সরকার প্রতিষ্ঠা

কোনটি সঠিক উত্তর?

ক. র খ. রর ও ররর

গ. রর ঘ. ররর

সঠিক উত্তর : খ. রর ও ররর

৯. যুক্তফ্রন্টের বিজয় মানেÑ

ক. সংখ্যাগরিষ্ঠের বিজয়

খ. বাঙালি জাতীয়তাবাদের বিজয়

গ. পাকিস্তানের বিজয়

ঘ. বাংলাদেশের বিজয়

সঠিক উত্তর : খ. বাঙালি জাতীয়তাবাদের বিজয়

১০. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেনÑ

ক. সৈয়দ নজরুল ইসলাম

খ. তাজউদ্দীন আহমদ

গ. শেখ মুজিবুর রহমান

ঘ. এ কে ফজলুল হক

সঠিক উত্তর : খ. তাজউদ্দীন আহমদ

১১. পশ্চিম পাকিস্তানের শোষণ ছিলÑ

র. অথৈর্নতিক

রর. রাজনৈতিক

ররর. সামাজিক

কোনটি সঠিক উত্তর?

ক. র খ. রর

গ. ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<31621 and publish = 1 order by id desc limit 3' at line 1