logo
বৃহস্পতিবার ২০ জুন, ২০১৯, ৬ আষাঢ় ১৪২৬

  রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ   ১৩ জানুয়ারি ২০১৯, ০০:০০  

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র

আগরতলা মামলার আসামি ছিলÑ

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি  সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায়Ñ৫

১২. ১৯৭১ সালের কোন তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়?

ক. ১০ মাচর্

খ. ১০ এপ্রিল

গ. ১০ মে

ঘ. ১০ জুন

সঠিক উত্তর : খ. ১০ এপ্রিল

১৩. আগরতলা মামলার আসামি ছিলÑ

ক. ২০ জন

খ. ২৫ জন

গ. ৩০ জন

ঘ. ৩৫ জন

সঠিক উত্তর : ঘ. ৩৫ জন

অধ্যায়-৬

১। টৎনধহ ঝড়পরড়ষড়মু গ্রন্থের লেখক কে?

ক. মিনু মাসানি

খ. কুইন

গ. শেফার

ঘ. টেইলর

সঠিক উত্তর : খ. কুইন

২। গ্রামের তুলনায় শহরে বিবাহবিচ্ছেদের হারÑ

ক. কম

খ. বেশি

গ. একই

ঘ. নগণ্য

সঠিক উত্তর : খ. বেশি

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও

তহুরীন সবুর অধ্যাপনার পাশাপাশি পত্রপত্রিকায় কলাম লেখেন। গণতান্ত্রিক অধিকার নিয়ে সভা-সেমিনারে বক্তব্য দেন।

৩। তহুরীন সবুর হলেনÑ

ক. শাসক এলিট

খ. অশাসক এলিট

গ. চাপ সৃষ্টিকারী দল

ঘ. সুবিধাবাদী দল

সঠিক উত্তর : গ. চাপ সৃষ্টিকারী দল

৪। এ ধরনের স্তরবিন্যাসের ভিত্তি হলোÑ

ক. শিক্ষা

খ. আথর্-সামাজিক অবস্থা

গ. দক্ষতা

ঘ. ক্ষমতা

সঠিক উত্তর : ঘ. ক্ষমতা।

৫। কোনটি ক্ষমতার ভিত্তিতে গ্রামীণ সমাজের স্তরবিন্যাস নয়?

ক. গ্রাম্য মাতব্বর

খ. গ্রাম্য মোড়ল

গ. গ্রাম্য এলিট

ঘ. মেম্বার/কাউন্সিলর

সঠিক উত্তর : গ. গ্রাম্য এলিট

৬। সালমার বাবা বিশেষজ্ঞ ডাক্তার। তিনি হলেনÑ

ক. উচ্চবিত্ত

খ. উচ্চমধ্যবিত্ত

গ. মধ্যবিত্ত

ঘ. নিম্নমধ্যবিত্ত

সঠিক উত্তর : খ. উচ্চমধ্যবিত্ত

৭। গ্রামের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলোÑ

র. সামাজিক অসমতা কম

রর. যৌথ পরিবার কম

ররর. জনসংখ্যার ঘনত্ব কম

কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : গ. র ও ররর

৮। গ্রামীণ ক্ষমতাকাঠামোর প্রধান ভিত্তি কোনটি?

ক. ভ‚মি

খ. শিক্ষা

গ. রাজনীতি

ঘ. অথর্নীতি

সঠিক উত্তর : ক. ভ‚মি

৯। গ্রামীণ সমাজের সাম্প্রতিক পরিবতর্ন কোনটি?

র. যৌথ পরিবার কমে যাচ্ছে

রর. তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে

ররর. কৃষিনিভর্রতা কমছে

কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : গ. র ও ররর

১০। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গ্রামে শিক্ষার হার কত?

ক. ৫০.১০ শতাংশ

খ. ৪৩.২০ শতাংশ

গ. ৪৪.৭০ শতাংশ

ঘ. ৪৬.৮০ শতাংশ

সঠিক উত্তর : গ. ৪৪.৭০ শতাংশ

১১। শহরের উদ্ভবে সহায়তা করেÑ

ক. কৃষিতে উদ্বৃত্ত উৎপাদন

খ. কৃষির উদ্ভব

গ. প্রযুক্তির উদ্ভব ঘ. শিক্ষার উন্নয়ন

সঠিক উত্তর : ক. কৃষিতে উদ্বৃত্ত উৎপাদন

১২। বাংলাদেশের প্রতিনিধিত্ব করেÑ

ক. শহুরে সমাজ

খ. আধুনিক সমাজ

গ. প্রাচীন সমাজ

ঘ. গ্রামীণ সমাজ

সঠিক উত্তর : ঘ. গ্রামীণ সমাজ

১৩। বাংলাদেশে নগর সভ্যতার বিকাশ ঘটেÑ

ক. তৃতীয় শতকে

খ. পঞ্চম শতকে

গ. অষ্টম শতকে

ঘ. নবম শতকে

সঠিক উত্তর : ক. তৃতীয় শতকে

১৪। বাংলাদেশে শহরে স্থানান্তরগমনের কারণ কোনটি?

ক. জ্ঞাতিবন্ধন

খ. নদীভাঙন

গ. প্রযুক্তির উদ্ভব

ঘ. কমর্সংস্থান

সঠিক উত্তর : খ. নদীভাঙন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে